
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ। একেবারে সস্ত্রীক দিলীপ ঘোষ। মমতার পাশে গিয়ে বসলেন।
ফেসবুকে সেই ভিডিয়ো পোস্ট করলেন খোদ রাজ্যের মুখ্য়মন্ত্রী।
‘দিঘা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পরে ফের পরিদর্শনে।’ লেখা ক্যাপসনে। আর তার নীচে যে ছবি তা দেখে চমকে উঠেছেন অনেকেই।
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সদ্য বিবাহিত তিনি। স্ত্রীকে নিয়ে মমতার পাশে দিলীপ ঘোষ। এই ছবি দেখে ভিড়মি খাচ্ছেন অনেকেই। রীতিমতো গল্প হল তাঁদের মধ্য়ে।।
আপনি কখন এসেছেন? মমতাকে দেখেই প্রশ্ন দিলীপ ঘোষের।
দিলীপ ঘোষ বলেন, … নেমন্তন্ন করেছেন।
মমতা বলেন, ডিএম এসপিরা খুব ভালো কাজ করেছেন।
খুব গরম চলছে…বলেন দিলীপ ঘোষ।
মমতা বলেন, 'এত গরম না। যজ্ঞ হচ্ছে। চারঘণ্টা ধরে.. পুরো চৌকাঠ ঘুরে ঘুরে। বাপ রে বাপ কী আগুনের তাপ।'
দিঘার জগন্নাথমন্দিরে আসার জন্য় আমন্ত্রণ করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। কিন্তু তিনি যাননি। উলটে তিনি একাধিক প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু দিলীপ ঘোষ দ্বারোদঘাটনের ঘণ্টা দুয়েকের মধ্য়েই হাজির হয়ে গেলেন দিঘার জগন্নাথমন্দিরে। চার নম্বর গেট দিয়ে তিনি মন্দিরে আসেন। এগিয়ে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয় উভয়কেই।
একজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মমতার বিরুদ্ধে আক্রমণ শানাতে যার জুড়ি খুঁজে পাওয়া যেত না বিশেষ। আর অপরজন হলেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী। তিনিও বিজেপির মহিলা মোর্চার নেত্রী বলে খবর।
মুখ্য়মন্ত্রীর আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে যান দিলীপ ঘোষ। চারদিকে পুলিশের পাহারা। তার মধ্য়ে মন্দিরে প্রবেশ করলেন দিলীপ ঘোষ। তাঁকে হকচকিয়ে যান অনেকেই। তবে তৃণমূলের দু একজন নেতা এগিয়ে আসেন। হাত নাড়েন দিলীপ।
এরপর গর্ভগৃহতে যান দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী। তারপর যে ছবি দেখা গেল তা রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বসে দিলীপ ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই ছবি দেখে হোঁচট খাচ্ছেন নীচুতলার বিজেপি কর্মীরাও।
এদিকে এদিন কাঁথিতে সনাতনীদের নিয়ে সম্মেলন করেছেন শুভেন্দু। সেখান থেকে মমতাকে নিশানা করে অনেকেই তির ছুঁড়েছেন। এসবের মধ্য়েই উলুবেড়িয়া থেকে সোজা দিঘায় হাজির দিলীপ। আর গিয়ে বসলেন একেবারে মুখ্য়মন্ত্রীর পাশে। এই ছবিকে ঘিরে জোর শোরগোল বিজেপির অন্দরে। তবে কি শত্রুর শত্রু সবথেকে বড় মিত্র সেই ফর্মুলা প্রয়োগ হল এখানেও?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports