নেদারল্যান্ডসকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে নিউজিল্যান্ডকে টপকে গেল পাকিস্তান। সেই সঙ্গে সুপার লিগে পয়েন্ট সংগ্রহের নিরিখে সেঞ্চুরি পূর্ণ করলেন বাবর আজমরা।
রটারডামে সিরিজের প্রথম ম্যাচে ডাচদের ১৬ রানে পরাজিত করে পাকিস্তান। ফলে আইসিসি সুপার লিগের ১৬ ম্যাচে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১০০ পয়েন্ট। এই মুহূর্তে লিগ টেবিলের চার নম্বরে অবস্থান করছেন বাবররা। চলতি সিরিজেই আফগানিস্তান ও বাংলাদেশকে টপকে প্রথম দুইয়ে চলে আসার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে।
ইংল্যান্ড আগের মতোই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তান তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছে বটে, তবে পয়েন্টের নিরিখে আফগানদের ধরে ফেলেছে পাকিস্তান। বাবরদের উত্থানে লিগ টেবিলের পাঁচ নম্বরে পিছলে যেতে হয় নিউজিল্যান্ডকে। নেদারল্যান্ডস লাস্টবয়ই রয়ে গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।