পাকিস্তান তাদের চলতি হোম টেস্ট মরশুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করছে এবং তাদের বোলিং আক্রমণ বারবার প্রশ্নের মুখে পড়ছে। এমন অবস্থায় সাংবাদিক সম্মেলনে এসে বিতর্কিত প্রশ্নের মুখে পড়ে রেগে লাল হয়ে গেলেন পাকিস্তানের বোলিং কোচ শন টেট। তবে এটা প্রথম নয়, পাকিস্তানের প্রেস কনফারেন্স প্রায়ই উত্তপ্ত হয়ে উঠছে। এবার দলের বোলিং কোচ এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার শন টেট করাচিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময়ে সেটাই প্রমাণ করলেন।
আরও পড়ুন… IND vs SL Records: হারলেও সূর্য ও অক্ষরের হাত ধরে একাধিক রেকর্ড ভারতের, ব্যক্তিগত নজির বাঁ-হাতিরও
নিউজিল্যান্ড ৩১৯ রানের লিড নিয়ে ইনিংসের ঘোষণা করেছে যার পরে চতুর্থ দিন শেষে পাকিস্তান কোনও রান না করেই ২ উইকেট হারিয়েছিল। টেইট এই পারফরম্যান্সের পরে প্রেসের মুখোমুখি হয়েছিলেন। সেই সময়ে দলের বোলিং পারফরমেন্স নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছিল এমনকি তাঁর নিজের পারফরমেন্স নিয়েও সাংবাদিকরা টেটকে প্রশ্ন করেছিলেন। যার ফলে শীঘ্রই বিষয়টা উত্তপ্ত হয়ে উঠেছিল।
একজন সাংবাদিক টেটকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এই মরশুমে পাকিস্তানের ফাস্ট বোলারদের পারফরম্যান্সকে কী ভাবে দেখছেন? সাংবাদিক জিজ্ঞাসা করেন, ‘পাঁচটি টেস্ট ম্যাচে পাকিস্তানি ফাস্ট বোলারদের খারাপ পারফরম্যান্স এবং স্পিনারদের অসামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স। আপনি কীভাবে এই হোম সিজনে সামগ্রিক পারফরম্যান্সকে মুল্যায়ন করবেন।’ টেট এই প্রশ্নের উত্তরে কেবল বলেন, ‘এটি আপনার মতামত।’
আরও পড়ুন… তারুণ্যে নজর! ভারতের জার্সিতে রোহিত-কোহলির T20 ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন দ্রাবিড়