মাঠ বদলেছে, বদলেছে বাইশগজ, তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের খেলার ধরন বদলায়নি। রাওয়ালপিন্ডির পরে মুলতানেও আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করেন ব্রিটিশরা। তবে বাড়তি আগ্রাসনের মাশুল দিতে হয় তাদের। অচেনা এক পাক বোলারের দাপটে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনেই প্রথম ইনিংসে ৫টি উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।
রাওয়ালপিন্ডির পিচে বল তেমন একটা ঘোরেনি বলে আক্ষেপ করেছিলেন বাবর আজম। পাক দলনায়ক স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি ঘূর্ণি পিচ চেয়েছিলেন, যেটা তাঁরা হাতে পাননি। ম্যাচ হেরে ক্যাপ্টেন নিজে যখন ক্ষোভ প্রকাশ করছেন প্রথম টেস্টের পিচ নিয়ে, তখন দ্বিতীয় টেস্টে বাবর নিজের পছন্দ মতো বাইশগজ হাতে পাবেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মুলতান টেস্টের প্রথম সেশনেই বোঝা যায়, ম্যাচের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নিতে চলেছে।
আরও পড়ুন:- IND-A vs BAN-A: ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ, সিরিজ জিতল ভারতীয়-এ দল
মুলতানে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম দিনের লাঞ্চের বিরতিতেই তারা ৫ উইকেট হারিয়ে বসে। উল্লেখযোগ্য বিষয় হল, ৫টি উইকেটই দখল করেন লেগ-স্পিনার আব্রার আহমেদ, যিনি এই প্রথম পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। অভিষেক টেস্টের প্রথম সেশন ১৩ ওভার বল করে ৭০ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন আব্রার।
আরও পড়ুন:- IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শামি-জাদেজার বদলি হতে পারেন কারা? মিলল ইঙ্গিত
৫টি উইকেট হারালেও ইংল্যান্ড প্রথম সেশনে ১৮০ রান সংগ্রহ করে, যা একটি বিশ্বরেকর্ড। টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে এটিই কোনও দলের সংগ্রহ করা সব থেকে বেশি রানের নজির। এর আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে ৪১ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করেছিল তারা। মুলতানে ইংল্যান্ড প্রথম সেশনে ৩৩ ওভার ব্যাট করে। এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম সেশনে ইংল্যান্ড ২৭ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ১৭৪ রান তুলেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।