মুলতানে নিজেদের খোঁড়া গর্তে পড়েই হাঁসফাঁস করছে পাকিস্তান। ঘূর্ণি পিচের পরিকল্পনা যে বুমেরাং হয়ে পাক শিবিরেই আঘাত করতে পারে, সেটা বোধহয় ভেবে দেখেননি বাবর আজমরা। ফলে মুলতান টেস্টের দ্বিতীয় দিনের শেষেই প্রবল চাপে পাকিস্তান।
রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে বল তেমন ঘোরেনি বলে আক্ষেপ করেছিলেন পাক দলনায়ক। প্রথম টেস্টের হার থেকে ঘুরে দাঁড়াতে পাকিস্তান মুলতানে ঘূর্ণি পিচকেই হাতিয়ার করে। তবে টসভাগ্য সঙ্গ না দেওয়ায় বড়সড় ধাক্কা খায় পাকিস্তানের পরিকল্পনা।
পিচের সম্ভাব্য গতিবিধি অনুমান করতে ভুল করেননি বেন স্টোকস। ব্রিটিশ দলনায়ক টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দু'বার ভাবেননি। এমন পিচে স্পিনারদের মোকাবিলা করা যে নিতান্ত কঠিন হতে চলেছে, সেটা বুঝতে পেরে শুরু থেকেই ব্যাট চালাতে শুরু করেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।
প্রথম ইনিংসে মাত্র ৫১.৪ ওভারে অল-আউট হলেও ইংল্যান্ড তুলে ফেলে ২৮১ রান। ব্রিটিশদের ১০টি উইকেট তুলে নেন পাকিস্তানের দুই স্পিনার আব্রার আহমেদ ও জাহিদ মাদমুদ। আব্রার অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৭টি উইকেট নেন। জাহিদ নেন ৩টি উইকেট।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছিল। বাবর অপরাজিত ছিলেন ৬১ রানে। তার পর থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২০২ রানে। অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে ৭৯ রানে পিছিয়ে পড়েন বাবররা।
আরও পড়ুন:- IND vs BAN: দ্রুততম ডাবল সেঞ্চুরি ইশানের, দেখে নিন ODI ক্রিকেটে আর কারা ২০০ রান করেছেন
উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান প্রথম ইনিংসে ৬২.৫ ওভার ব্যাট করে। অর্থাৎ দু'দলের রান তোলার গতিতে স্পষ্ট তফাৎ চোখে পড়ে। আসলে ইংল্যান্ড যে রকম আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলতে অভ্যস্ত, পাকিস্তানের পক্ষে সেটা সম্ভব নয় বলেই পিছিয়ে পড়তে হয় তাদের। স্পিনিং ট্র্যাকে যে খুব বেশিক্ষণ টিকে থাকা যাবে না, এটা বুঝতে অসুবিধা হয়নি দু'দলেরই। তবে কম সময়ে বেশি রান তোলার দক্ষতাই ইংল্যান্ডকে এগিয়ে রাখে।
পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে বাবর ৭৫, সউদ শাকিল ৬৩, ফহিম আশরাফ ২২, আব্দুল্লা শফিক ১৪ ও মহম্মদ রিজওয়ান ১০ রান করেন। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ ৪টি এবং জো রুট ও মার্ক উড ২টি করে উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন।
আরও পড়ুন:- IND vs BAN: ১২ বছর পরে ভারতের টেস্ট স্কোয়াডে উনাদকাট! শামির বদলে শিকে ছিঁড়ল সৌরাষ্ট্র দলনায়কের ভাগ্যে, রিপোর্ট
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ২০২ রান সংগ্রহ করেছে। যার অর্থ, ব্রিটিশদের হাতে এখনই লিড রয়েছে ২৮১ রানের। বেন ডাকেট ৯৮ বলে ৭৯ রান করে সাজঘরে ফেরেন। ১০৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক। এছাড়া জ্যাক ক্রাউলি ৩, উইল জ্যাকস ৪, জো রুট ২১ ও ওলি পোপ ৪ রান করে আউট হন। ১৬ রানে নট-আউট থাকেন বেন স্টোকস।
দ্বিতীয় ইনিংসে ৮১ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন আব্রার আহমেদ। ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান রান-আউট হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।