ব্যাডমিন্টন, তিরন্দাজি হোক কিমবা বক্সিং সর্বত্র আশার আলো দেখছে ভারতীয় ক্রীড়া মহল। তবে ব্যর্থতা ধরা দিয়েছে এই ইভেন্ট গুলোতে। হকিতে ফের হারলেন রানি রামপালরা। দেখে নিন সেলিং ও রোয়িং-এর ফলাফল।
ব্যাডমিন্টন: প্রথম ম্যাচে আধ ঘন্টারও কম সময়ে জিতেছিলেন। এবার অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে মাত্র ৩৫ মিনিটে নিজের আধিপত্য বজায় রেখে ম্যাচ জিতলেন পিভি সিন্ধু। খেলার ফল ২১-৯, ২১-১৬ ব্যবধানে স্ট্রেট গেমে জিতে নেন সিন্ধু। এদিন হংকং-র এনওয়াই চিউং-কে পরাস্ত করেন তিনি। সাই প্রণীত মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের মার্ক ক্যালজোউ-এর বিপক্ষে। এই ম্যাচ সাই প্রণীত ১৪-২১, ১৪-২১ পরাজিত হয়।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
তিরন্দাজি: শেষ পর্যন্ত তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ভারতের দীপিকা কুমারী। এলিমিনিশন রাউন্ডে দুই সেটে এগিয়েছিলেন ভারতের দীপিকা কুমারী। ভুটানের বিরুদ্ধে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় তিরন্দাজ। এদিকে তিরন্দাজি সিঙ্গলসের এলিমিনেটর রাউন্ডে নেমেছিলেন ভারতের প্রবীণ যাদব। স্ট্রেট সেটে জয়ী হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবীণ যাদব। তরুণদ্বীর রাইয়ের পর তিরন্দাজি সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের প্রবীণ যাদব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।