রবিবার মনু ভাকের শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক জয়ের খরা কাটানোর পর অর্জুন বাবুটাকে নিয়েও স্বপ্ন দেখেছিল ভারতবাসী। কারণ তাঁর পারফরমেন্স যে ফাইনাল ম্যাচের শুরু থেকেই ভালো ছিল। প্রথম ১৫ শটের পর প্রথম তিনে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ২০৮.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি।
অর্জুন বাবুটা। ছবি- এপি
প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন ভারতের অর্জন বাবুটা। একটা সময় এগিয়েই ছিলেন। মনে হচ্ছিল সোমবার বিকেলেই চলে আসবে ফের একটা শ্যুটিংয়ে পদক। মনু ভাকের ছাড়া ভারতীয়দের মধ্যে কেউ এখনও পর্যন্ত তেমন নজর কাড়তে পারেননি। কিন্তু বাবুটা প্রথম থেকে ভালো ছন্দ দেখাতে থাকলেও শেষ দিকে স্নায়ুচাপ ধরে রাখতে পারলেন না। হেরে গেলেন তিনি। চতুর্থ স্থানে শেষ করলেন পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলসের ফাইনাল ইভেন্ট। ফলে পদক হাতছাড়া হল তাঁর। অর্জুন বাবুটা অবশ্য প্রথম নন, এর আগেও বহু ভারতীয় ক্রীড়াবিদই শেষ করেছেন অলিম্পিক্সে চতুর্থ স্থানে। অল্পের জন্য মিস করেছেন পদক। মিলখা সিং, পিটি উষাদের সেই তালিকাতেই নাম উঠল পঞ্জাবের ২৫ বছর বয়সী এই শ্যুটারের।
গত কয়েক বছর ধরেই শ্যুটিংয়ে ভারতীয়দের পারফরমেন্স তেমন আশাপ্রদ ছিল না। শেষবার ২০১২ সালে এই খেলায় পদক জিতেছিল ভারত। যে খেলা প্রথমবার ভারত কোনও ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিল অভিনব বিন্দ্রার হাত ধরে, সেই শ্যুটিংয়ে ২০১২ সালের পর কোনও পদক ছিল না ভারতের। রবিবার মনু ভাকের সেই খরা কাটানোর পর অর্জুন বাবুটাকে নিয়েও স্বপ্ন দেখেছিল ভারতবাসী। কারণ তাঁর পারফরমেন্স যে ফাইনাল ম্যাচের শুরু থেকেই ভালো ছিল। প্রথম ১৫ শটের পর প্রথম তিনেই ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ২০৮.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি।
এবার সেই তালিকাতেই নাম লেখালেন ভারতীয় শ্যুটার অর্জুন বাবুটা। অল্পের জন্য অলিম্পিক্স পদক জয়ের সুযোগ হল না তাঁর। তিনি শ্যুটিংয়ে পদক জিতলে রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বিন্দ্রা, গগন নারাং, বিজয় কুমার এবং মনু ভাকেরের পর ষষ্ঠ শ্যুটার হিসেবে ভারতকে অলিম্পিক্সে পদক এনে দিতে পারতেন। কিন্তু জয়দীপ কর্মকারের মতোই অলিম্পিক্সের চতুর্থ স্থানে থাকলেন তিনি, অধরা রইল পদক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।