
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি: সবে মাত্র ভারত সফর শেষ হয়েছে নিউজিল্যান্ড দলের। ওয়ানডে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। টি-২০ সিরিজে ১-২ হারতে হয়েছে নিউজিল্যান্ড দলকে। তাঁদের পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড। ব্রিটিশদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন কেন উইলিয়ামসনরা। আর সেই সিরিজের দল ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। দীর্ঘ দিন চোটের কারণে দলের বাইরে থাকা তারকা কিউয়ি পেসার কাইল জেমিসনের প্রত্যাবর্তন হয়েছে।
পাশাপাশি পাকিস্তান সফরে ভালো পারফরম্যান্সের কারণে দলে নিজের জায়গা ধরে রেখেছেন ইশ সোধি। উল্লেখ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।
আরও পড়ুন: ব্যাট করছেন, নাকি তরোয়াল চালাচ্ছেন হনুমা! এক হাতে রিভার্স সুইপে চার- ভিডিয়ো
উল্লেখ্য, গত বছর ইংল্যান্ডের সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। সেই সফরে পিঠের চোটের কারণে খেলতে পারেননি জেমিসন । তার পর থেকে দীর্ঘদিন ২২ গজে খেলতে দেখা যায়নি তাঁকে। এ বার ফের জাতীয় দলে ফিরেছেন তিনি। দুই টেস্টের প্রথম টেস্ট খেলা হবে ১৬ ফেব্রুয়ারি। এই সিরিজের প্রথম টেস্টটিই হবে গোলাপী মহারণ। অর্থাৎ দিন-রাতের টেস্ট খেলা হবে প্রথমটি। বে ওভালে খেলা হবে প্রথম ম্যাচটি।
অন্যদিকে ৩০ বছর বয়সি ইশ সোধি তাঁর পারফরম্যান্সের সৌজন্যে জায়গা ধরে রেখেছেন জাতীয় দলে। পাকিস্তানের বিরুদ্ধে শেষ সিরিজে তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন। ফলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও হয়েছেন তিনি। এ ছাড়াও দলে স্পিনার হিসেবে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল। পেস বিভাগের দায়িত্ব সামলাবেন টিম সাউদি, ম্যাট হেনরি, নিল ওয়াগনার, কাইল জেমিসন এবং ব্লেয়ার টিকনার।
আসুন একনজরে দেখে নেওয়া যাক টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ড দল:
টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, টম ব্ল্যান্ডেল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, নিল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports