বাংলা নিউজ > ময়দান > NAGA Vs BENG, Ranji Trophy: আগুনে প্রদীপ্ত, খারাপ আলোর জন্য ব্যাঘাত, তবু প্রথম দিন নাগাদের ৯ উইকেট ফেলল বাংলা
NAGA Vs BENG, Ranji Trophy: আগুনে প্রদীপ্ত, খারাপ আলোর জন্য ব্যাঘাত, তবু প্রথম দিন নাগাদের ৯ উইকেট ফেলল বাংলা
3 মিনিটে পড়ুন Updated: 27 Dec 2022, 04:20 PM ISTTania Roy
খারাপ আলোর জন্য দেরীতে খেলা শুরু হয়েছে। আবার মাঝে খেলা বন্ধও ছিল। সব মিলিয়ে ক্ষতি হল বাংলারই। তারা প্রথম দিনই নাগাল্যান্ডের ৯ উইকেট ফেলে দিয়েছে। যদি খেলাটা ঠিক করে হত, তা হলে হয়তো অনেক আগেই অলআউট হয়ে যেত নাগাল্যান্ড।
৫ উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক।
নাগাল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। আর প্রথম দিনই তারা ৯ উইকেট ফেলে দেয় নাগাল্যান্ডের। যদিও খারাপ আলোর জন্য পুরো সময়ে খেলার সুযোগ পায়নি বাংলা। প্রথম দিনের শেষে ৯ উইকেটে ১৬৬ রান নাগাল্যান্ডের। একমাত্র চেতন বিস্তই ৩৪ রান করেছেন। এ ছাড়া রংসেন জোনাথন এবং ইমলিওয়াতি করেছেন ২৫ রান করে। বাকিদের অবস্থা তথৈবচ। ২০ রানের গণ্ডিই কেউ টপকাতে পারেনি। একাই ৫ উইকেট নিয়েছেন প্রদীপ্ত প্রামাণিক।
27 Dec 2022, 04:20 PM IST
প্রথম দিন শেষে নাগাল্যান্ডের সংগ্রহ ১৬৬/৯
প্রথম দিন শেষে নাগাল্যান্ড ১৬৬ রান করেছে। তাদের ৯ উইকেট পড়ে গিয়েছে। খারাপ আলোর জন্য দেরী করে খেলা শুরু না হলে এবং মাঝে বন্ধ না থাকলে হয়তো নাগাল্যান্ডকে অলআউট করে দিত বাংলা।
27 Dec 2022, 03:25 PM IST
চেতনকে ফেরালেন প্রদীপ্ত
প্রদীপ্ত দুরন্ত ছন্দে। চেতনকেও ফেরালেন তিনি। এই নিয়ে ৫ উইকেট পেলেন প্রদীপ্ত। ৬০.৩ ওভারে ১৬২ রানে ৯ নম্বর উইকেট হারাল নাগাল্যান্ড। একমাত্র চেতনই লড়াই করছিলেন। কিন্তু ৬৪ করে প্রদীপ্তর বলে বোল্ড হন তিনি।
27 Dec 2022, 03:12 PM IST
অষ্টম উইকেট পড়ল নাগাল্যান্ডের
অষ্টম উইকেট হারান নাগাল্যান্ড। ৪০ বলে ১৪ করে রানআউট হন নাগাহো। অভিমন্যু ঈশ্বরণ তাঁকে রানআউট করেন।
27 Dec 2022, 02:27 PM IST
খারাপ আলোর জন্য খেলা বন্ধ
চা বিরতির পর খেলা শুরু হওয়ার পর নাগাল্যান্ড ১৫০ করতে না করতেই ফের বন্ধ গেল খেলা। খারাপ আলোর কারণে ম্যাচ বন্ধ করা হয়েছে।
27 Dec 2022, 01:19 PM IST
সপ্তম উইকেট পড়ল নাগাল্যান্ডের
৪৭ বলে ২৫ করে সাজঘরে ফিরলেন ইমলিওয়াতি। তাঁকে বোল্ড করলেন প্রদীপ্ত প্রামাণিক। ৪২ ওভারে ৭ উইকেটে ১২২ রান নাগাল্যান্ডের।
27 Dec 2022, 01:01 PM IST
১০০ পার নাগাল্যান্ডের
চেতন বিস্ত লড়াই করে চলেছেন। ৭১ বলে ৩৪ করে ফেলেছেন তিনি। এ দিকে আটে নেমে ৪০ বলে ২০ রান করে ফেলেছেন ইমলিওয়াতি। ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ করে ফেলেছে নাগাল্যান্ড।
27 Dec 2022, 12:31 PM IST
৬ উইকেট হারিয়ে বসল নাগাল্যান্ড
ষষ্ঠ উইকেট পড়ল নাগাল্যান্ডের। সেডেঝালি ১০ করে সাজঘরে ফিরলেন। ইশান পোড়েলের বলে ক্যাচ ধরলেন অভিষেক পোড়েল। চাপে বাড়ছে নাগাল্যান্ডের।
27 Dec 2022, 12:06 PM IST
দুরন্ত ছন্দে প্রদীপ্ত, তুলে নিল ৩ নম্বর উইকেট
দুরন্ত ছন্দে রয়েছেন প্রদীপ্ত প্রামাণিক। তুলে নিলেন ৩ নম্বর উইকেট। নাগাল্যান্ড হারার ৫ নম্বর উইকেট। প্রদীপ্তর বলে মাত্র ২ রান করে অধিনায়ক ঝিমোমি এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ২৩ ওভারে ৫ উইকেটে ৬৭ রান নাগাল্যান্ডের।
27 Dec 2022, 11:20 AM IST
নাগাল্যান্ডকে চাপে রেখেছে বাংলা
এমনিতেই অনেকটা দেরী করে খেলা শুরু হয়েছে। তার পর টসে জিতে নাগাল্যান্ড প্রথমে ব্যাট নিলেও বাংলার বোলারদের দাপটে তারা লাঞ্চের আগে ৪ উইকেট হারিয়ে বসে রয়েছে। ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৫ রান করে নাগাল্যান্ড। ক্রিজে রয়েছেন দলের উইকেটকিপার চেতন বিস্ত (১৩) এবং অধিনায়ক ঝিমোমি (২)।
27 Dec 2022, 11:05 AM IST
জোনাথনকে ফেরাল প্রদীপ্ত
প্রদীপ্ত প্রামাণিক দ্বিতীয় উইকেট তুলে নিল। এ বার তাঁর শিকার জোনাথন। তিনি দলের হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু ২৬ বলে ২৫ করে প্রদীপ্ত বলে আউট হন তিনি। স্টাম্প করেন অভিষেক পোড়েল।
27 Dec 2022, 10:46 AM IST
শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলা
অভিমন্যু ঈশ্বরন দুরন্ত রানআউট করেন যুগন্ধরকে। ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। শ্রীকান্ত মুন্ধে আবার ডাক করে সাজঘরে ফেরেন তিনি। শাহবাজের বলে স্টাম্প করেন অভিষেক পোড়েল। এর পর ৮ রান করে প্রদীপ্ত প্রামাণিকের বলে বোল্ড হন জোশুয়া। ক্রিজে রয়েছেন জোনাথন এবং চেতন বিস্ত।
27 Dec 2022, 09:57 AM IST
টসে জিতে ব্যাট নিল নাগাল্যান্ড
রঞ্জি ট্রফির ম্যাচে টসে জিতে ব্যাটিং নিল নাগাল্যান্ড। এই পিচে প্রথমে ব্যাট করলে সুবিধে পাওয়া যাবে, তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেনি নাগাল্যান্ড।
27 Dec 2022, 09:12 AM IST
পিছিয়ে গেল ম্যাচ
বাংলা-নাগাল্যান্ড ম্যাচ খারাপ আলোর জন্য শুরু করা যাচ্ছে না। পিছিয়ে দিতে হয়েছে সেই ম্যাচ।
27 Dec 2022, 07:57 AM IST
বাংলার স্ট্র্যাটেজি
ডিমাপুরের পিচ নাকি ব্যাটারদের স্বর্গ। উত্তরপ্রদেশ এই পিচে প্রথমে ব্যাট করে চার উইকেটে ৫৫১ রান তুলেছিল। পরের দিকে ভাঙতে শুরু করছে পিচ। তাই চার পেসার নিয়ে খেলবে না বাংলা। দলে নেওয়া হতে পারে একজন অতিরিক্ত স্পিনারকে। ফের প্রথম একাদশে ফেরানো হতে পারে প্রদীপ্ত প্রামাণিককে। তিনি আসতে পারেন রবিকান্ত সিংহের পরিবর্তে। রবিকান্তের গোড়ালিতে চোট রয়েছে। মঙ্গলবারের ম্যাচে তিনি খেলবেন কি না, এখনও পরিষ্কার নয়।
27 Dec 2022, 07:51 AM IST
আত্মবিশ্বাসী বাংলার কোচ
নাগাল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেছেন, ‘মরশুমটা আমাদের দারুণ শুরু হয়েছে। এখানেও আমরা কঠিন একটা ম্যাচ খেলব। নিজেদের সেরাটা দিতে পারব, এই বিষয়ে আমি আশাবাদী। ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মরিয়া।’ তিনি আরও বলেছেন, ‘নাগাল্যান্ডকে হাল্কা ভাবে নেওয়ার কিছু নেই। ওরা উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছিল। ডিমাপুর ওদের ঘরের মাঠ। এখানের পিচ এবং পরিবেশ সম্পর্কে ওরা অনেক বেশি ওয়াকিবহাল। উইকেট দেখেছি। মনে হয়েছে খুব ভালো ব্যাটিং উইকেট। কিন্তু পরের দিকে বল ঘুরতে পারে। তাই অতিরিক্ত পেসার না খেলিয়ে একজন স্পিনার রাখতে পারি।’
27 Dec 2022, 07:51 AM IST
লাস্টবয় নাগাল্যান্ড
নাগাল্যান্ড দু'টি ম্যাচেই উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে। ২ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপ লিগের লাস্টবয় তারা।
27 Dec 2022, 07:51 AM IST
রঞ্জিতে বাংলার অবস্থান
রঞ্জিতে নিজেদের প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলা। এর পর হিমাচলপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ ড্র করে তারা। ২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-এ-তে দুই নম্বরে রয়েছে বাংলা। এ দিকে এই গ্রুপে উত্তরাখণ্ড ২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।