জয়ের জন্য শেষ ওভারে জাফনা কিংসের দরকার ছিল ৩৪ রান। সুতরাং, ডাম্বুলা অরা অনায়াসে ম্যাচ জিততে চলেছে বলে ধরে নিয়েছিলেন সবাই। ডাম্বুলা শেষমেশ ম্যাচ জেতে। তবে শোয়েব মালিক এমন উৎকণ্ঠায় ফেলবেন তাঁদের, এমনটা বোধহয় স্বপ্নেও ভাবেননি কুশল মেন্ডিসরা। শেষ ওভারে ৩টি ছক্কা ও ১টি চার মারেন শোয়েব। শেষ ওভারে ওঠে ২৪ রান। লো স্কোরিং ম্যাচে ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত জয় জাফনা।
জাফনা কিংসের হয়ে একা লড়াই চালান শোয়েব মালিক। ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৭৪ রান করে নট-আউট থাকেন তিনি। দল হারলেও কুর্নিশ আদায় করে নেয় পাক তারকার লড়াই। শেষমেশ ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয় ভারতের জামাইকে।
উল্লেখযোগ্য বিষয় হল, লঙ্কা প্রিমিয়র লিগে ডাম্বুলা বনাম জাফনা ম্যাচে শোয়েবের লড়াই ব্যর্থ করেন আর এক পাক তারকা এবং তিনিও ভারতের জামাই। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন হাসান আলি। শেষমেশ ম্য়াচের নায়ক হয়ে দেখা দেন তিনি।
আরও পড়ুন:- Asia Cup 2023: অনেকটা দেরিতে শুরু হবে এশিয়া কাপের ম্যাচগুলি, গ্রুপের বাছাই নির্ধারণে যে চমক রয়েছে, খেয়াল করেছেন কি?
পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ডাম্বুলা। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৪ রানের ছোটখাটো ইনিংস গড়ে তোলে। কুশল পেরেরা ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪১ রান করেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩০ রান করেন সাদিরা সমরাবিক্রমে। হেডেন কের ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।
আরও পড়ুন:- IND vs WI 2nd T20I: ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়ে উঠেই ICC-র শাস্তির মুখে পুরান, নিয়ম ভেঙেছেন নিকোলাস
শোয়েব মালিক ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। ২৬ রানে ২টি উইকেট নেন নুয়ান তুষারা। মাহিশ থিকসানা ও দুনিথ ওয়েলালাগে ১টি করে উইকেট দখল করেন।