শুভব্রত মুখার্জি: ভারতীয় ব্যাডমিন্টনের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার থমাস কাপ জিতে নজির গড়েছেন লক্ষ্য সেনরা। থাইল্যান্ডের ব্যাঙ্ককে ফাইনালে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। ৩-০ ফলে টাই জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তবে চ্যাম্পিয়ন হওয়ার পথটা ভারতের কাছে একেবারেই সহজ ছিল না। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে একেবারে শেষ ম্যাচ জিতে ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন এইচ এস প্রণয়। এই দুই টাইয়ে অবশ্য প্রথম ম্যাচে হেরে গিয়েছিলেন বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের হয়ে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য সেন। যদিও ফাইনালে ভারতের হয়ে প্রথম ম্যাচ জিতে ভারতকে লিড দিয়েছিলেন তিনি। সেই লক্ষ্য সেনকেই খাদ্যে বিষক্রিয়াতে প্রবল শরীর খারাপ নিয়েই খেলতে হয়েছিল থমাস কাপে। চ্যাম্পিয়ন হওয়ার পরে জনসমক্ষে এল সেই লড়াইয়ের কাহিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।