বাংলা নিউজ > ময়দান > ICC World Cup Matches at Eden: বিশ্বকাপের সেমিফাইনাল পেল ইডেন; কলকাতায় খেলবে ভারত, পাকিস্তান, বাংলাদেশও
পরবর্তী খবর
ICC World Cup Matches at Eden: বিশ্বকাপের সেমিফাইনাল পেল ইডেন; কলকাতায় খেলবে ভারত, পাকিস্তান, বাংলাদেশও
1 মিনিটে পড়ুন Updated: 27 Jun 2023, 12:09 PM ISTAyan Das
ICC World Cup Matches at Eden Gardens: এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে তিনবার একদিনের বিশ্বকাপ হয়েছে। ১৯৮৭ সালের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। এবার বিশ্বকাপের একটি সেমিফাইনাল পেয়েছে ইডেন গার্ডেন্স।
শেষ ল্যাপে এসে বাজিমাত করল কলকাতা। ছিনিয়ে নিল একদিনের ক্রিকেট বিশ্বকাপের একটি সেমিফাইনাল। সবমিলিয়ে ২০২৩ সালের বিশ্বকাপের পাঁচটি ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছে আইকনিক ইডেন গার্ডেন্স। গ্রুপ লিগে ভারতের একটি ম্যাচ হবে। সেইসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের দুটি ম্যাচ খেলবে ইডেনে। যে মাঠেই অধিকাংশ ম্যাচ খেলতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের একটি ম্যাচও হবে কলকাতায়।
২০২৩ সালের বিশ্বকাপের কোন কোন ম্যাচ পেল ইডেন গার্ডেন্স?
১) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার)।
২) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার)।
৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর (রবিবার)।
৪) ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১২ নভেম্বর (রবিবার)।
৫) দ্বিতীয় সেমিফাইনাল, ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।
ইডেন গার্ডেন্সে একদিনের বিশ্বকাপের ম্যাচ
১) ১৯৮৭ সালের বিশ্বকাপ: ১৯৮৭ সালেই প্রথমবার ভারতে বিশ্বকাপের আসর বসেছিল। মোট দুটি ম্যাচ পেয়েছিল ইডেন গার্ডেন্স। গ্রুপ লিগের ম্যাচে ইডেনে খেলেছিল জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ড। আর ফাইনাল হয়েছিল কলকাতায়। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
২) ১৯৯৬ সালের বিশ্বকাপ: মাত্র একটিই ম্যাচ পেয়েছিল ইডেন গার্ডেন্স। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারত। তবে সেই ম্যাচে ইডেনের অভিজ্ঞতা ভালো হয়নি। ভারতীয় দলকে উড়িয়ে ফাইনালে চলে গিয়েছিল শ্রীলঙ্কা। যে দল শেষপর্যন্ত বিশ্বকাপ জিতেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।