অদিতি স্বামী, পর্নিত কৌরকে সঙ্গে করে দলগত ইভেন্টে প্রথম সফল হন জ্যোতি সুরেখা ভেন্নম। ইতালির প্রতিদ্বন্দিদের বিপক্ষে ২৩৬ পয়েন্ট অর্জন করেন। এরপর মিক্সড ডবলস ইভেন্টে অভিষেক বর্মাকে সঙ্গে নিয়ে এস্তোনিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে ১৫৮-১৫৭ ফলে জেতেন,শেষে আন্দ্রি বেরেক্কাকে হারিয়ে সোনার হ্যাটট্রিক করে জ্যোতি
নন অলিম্পিক কম্পাউন্ড বিভাগে ভারতীয় প্রমীলা বাহিনী শুরু থেকেই ছন্দে ছিলেন। অদিতি স্বামী, পর্নিত কৌরকে সঙ্গে করে দলগত ইভেন্টে তাঁরা প্রথম সফল হন। ইতালির প্রতিদ্বন্দিদের বিপক্ষে ২৩৬ পয়েন্ট অর্জন করেন। অর্থাৎ মাত্র ৪ পয়েন্ট নষ্ট হয়। প্রতিপক্ষের পয়েন্ট ছিল ২২৫।
এরপর পুরুষদের বিভাগেও তীরন্দাজরা ভালো পারফর্ম করেন। নেদারল্যান্ডসকে ২৩৮-২৩১ ফলে হারিয়ে দেয় ভারত। এরপর মিক্সড ডবলস ইভেন্টে অভিষেক বর্মাকে সঙ্গে নিয়েই এস্তোনিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে দুরন্ত লড়াই দেন জ্যোতি। ১৫৮-১৫৭ ফলে ভারতীয় দল জয়লাভ করে।
গোটা বিশ্বকাপেই জ্যোতির দুরন্ত পারফরমেন্সের পর সাইয়ের তরফেও শুভেচ্ছা জানানো হয় অন্ধ্রপ্রদেশের ২৭ বছর বয়সী এই তীরন্দাজকে। আন্দ্রি বেরেক্কার বিপক্ষে এক সময় পিছিয়ে পড়েও যেভাবে নিজের মাথা ঠান্ডা রেখে এক বিন্দুও স্নায়ুচাপে ভোগেননি, তা দেখে সাধুবাদ জানাচ্ছে প্রাক্তন তীরন্দাজরাও। চাপের মূহূর্তেও ধৈর্য ধরে রেখে, পরপর ভালো শট নেন। এরপর বেরেক্কাকে ধরে ফেলেন জ্য়োতি। পিছিয়ে থেকেও উঠে আসায় তাঁর আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে যায়। সেই সৌজন্যেই মেক্সিকোর বেরেক্কাকে হারিয়ে নিজের পদক জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন পূরণ করেন তিনি।
রবিবারও তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ওয়ানে রয়েছে একাধিক ইভেন্ট। যার মধ্যে রয়েছে অলিম্পিক্সে থাকা ইভেন্টও। অর্থাৎ রবিবারে ইভেন্টে প্রিয়াংশরা যদি ভারতের হয়ে জিততে পারেন সেক্ষেত্রে প্যারিস অলিম্পিক্সের আগে ভারতীয় তীরন্দাজরা ঠিক কী অবস্থায় রয়েছে তা বোঝা যাবে। ভারতের সামনে দুটি স্বর্ণপদক জয়ের সুযোদ রয়েছে দুই বিভাগে। স্বর্ণপদকের লক্ষ্যে ভারতীয় পুরুষ দল খেলবে দঃ কোরিয়ার বিপক্ষে, অন্যদিকে রিকার্ভ ইভেন্টে মহিলাদের তীরন্দাজিতে ভারতের অন্যতম সেরা খেলোয়াড় দীপিকা কুমারি সেমিফাইনালে মুখোমুখি হবেন কোরিয়ান প্রতিপক্ষের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।