মেয়েদের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে ৩৮ বলে দুরন্ত হাফসেঞ্চুরি করেন জেমিমা রডরিগেস। সেই সঙ্গে গড়ে ফেলেন দুরন্ত নজির। মেয়েদের এশিয়া কাপে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে হাফ সেঞ্চুরি করার নজির গড়েন। জেমিমা ২২ বছর ২৬ দিন বয়সে এই নজির গড়লেন। তিনি ভাঙলেন বাংলাদেশের ফারগানা হকের রেকর্ড।
এর আগে এশিয়া কাপে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে হাফসেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের ফারগানা। তিনি ২০১৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২৫ বছর ৭৯ দিন বয়সে এই নজির গড়েছিলেন। যেটা শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাঙলেন জেমিমা।
আরও পড়ুন: ৫০ বল বাকি থাকতে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথমে ১৩ এবং পরে ২৩ রানে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু হাল ধরেন জেমিমা রডরিগেজ। তাঁকে সঙ্গত করেন অধিনায়ক হরমনপ্রীত কাউর। জেমিমা একেবারে ঝড় তুলে হাফসেঞ্চুরি করেন। তবে ৫৩ বলে ৭৬ করে আউট হয়ে যান তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার একটি ছয়। তবে জেমিমার আগেই ৩০ বলে ৩৩ করে আউট হয়ে যান হরমন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।