বাংলা নিউজ > ময়দান > বুমরাহ আয়ারল্যান্ডে যাবে কিনা নিশ্চিত নই- NCA-র সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও স্বীকারোক্তি রোহিত
পরবর্তী খবর
বুমরাহ আয়ারল্যান্ডে যাবে কিনা নিশ্চিত নই- NCA-র সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও স্বীকারোক্তি রোহিত
1 মিনিটে পড়ুন Updated: 27 Jul 2023, 08:59 AM ISTTania Roy
বুধবার রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই-এর আগে সাংবাদিক সম্মেলনে বুমরাহকে নিয়ে বড় আপডেট দিয়েছেন। যদিও বুমরাহ আয়ারল্যান্ড সফরে প্রত্যাবর্তন করবেন কিনা, তা নিয়ে রোহিত নিশ্চয়তা দিতে পারেননি।
বুমরাহকে নিয়ে বড় আপডেট দিলেন রোহিত।
জসপ্রীত বুমরাহ নিঃসন্দেহে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার। চোটের কারণে তাঁর দীর্ঘ অনুপস্থিতিতে ভারত অনেক সময়েই বড় সমস্যায় পড়েছে। মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি খুব খারাপ না খেললেও, বুমরাহকে মিস করেছে টিম ইন্ডিয়া। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের ভক্তরাও। প্রত্যেকেই তারকা পেসারের দ্রুত মাঠে ফেরার অপেক্ষায়।
বুমরাহ প্রায় এক বছর ধরে পিঠের চোটের কারণে ২২গজের বাইরে রয়েছেন। যার জন্য তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছে। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাবে রয়েছেন।
যদিও বুমরাহের প্রত্যাবর্তন সম্পর্কে বিসিসিআইয়ের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে, অগস্টে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তাঁকে মাঠে ফিরতে দেখা যেতে পারে।
বুধবার রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই-এর আগে সাংবাদিক সম্মেলনে বুমরাহকে নিয়ে বড় আপডেট দিয়েছেন। যদিও বুমরাহ আয়ারল্যান্ড সফরে প্রত্যাবর্তন করবেন কিনা, তা নিয়ে রোহিত নিশ্চয়তা দিতে পারেননি। তবে আশা করেছেন যে, তারকা পেসার এই বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের আগে নিজেকে আবার দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য হাতে যথেষ্ট ম্যাচ পাবেন।
ভারত অধিনায়ক দাবি করেছেন, ‘ওর (বুমরাহ) যে পরিমাণ অভিজ্ঞতা রয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ও গুরুতর চোট সারিয়ে সুস্থ হওয়ার পথে। তবে আমি জানি না, ও আয়ারল্যান্ডে যাবে কিনা। কারণ এখনও দল ঘোষণা করা হয়নি। যদি ও খেলে, তা হলে এটা ভালো বিষয় হবে। এবং আমরা আশা করছি, ও বিশ্বকাপের আগে খেলবে। যখন একজন খেলোয়াড় গুরুতর চোট থেকে প্রত্যাবর্তন করে, ম্যাচ ফিটনেস, ম্যাচকে ঘিরে অনুভূতি- কিছু মূল উপাদান অনুপস্থিত থাকে। তবে সেটা ম্যাচ খেলতে গিয়ে ফিরে আসে।’
রোহিত যোগ করেছেন, ‘আমাদের দেখতে হবে, কী পরিকল্পনা করা হয়েছে। এবং সব কিছু নির্ভর করছে ওর ফিরে আসার উপর। আমরা এনসিএ-র সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি। এবং এই মুহূর্তে সবকিছুই জিনিসগুলি ইতিবাচক বলেই মনে হচ্ছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।