সোমবার ভোরে ডঃ নিমো যাদব নামে এক ব্যক্তি একটি ভিডিয়ো টুইট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘বাবর আজম পাকিস্তানের আর এক ক্রিকেটারের গার্লফ্রেন্ডের সঙ্গে সঙ্গে সেক্স করছেন এবং তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, যদি তিনি তাঁর সঙ্গে সেক্স করতে থাকেন, তবে তাঁর বয়ফ্রেন্ড টিমের বাইরে থাকবেন না।’
এরপরেই দাবানলের মতো এই বিতর্ক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। সর্বত্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছিল। এই ভিডিয়ো দেখে ক্রিকেট ভক্তরাও অবাক হয়েছিলেন। তবে ভাইরাল হওয়া ভিডিয়োটি ভুয়ো বলে জানিয়ে দিয়েছেন স্বয়ং ডঃ নিমো যাদব নামে ব্যক্তি।
আরও পড়ুন… সেহওয়াগের মতো সমর্থন পেলে… টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারের আক্ষেপ
তারইমধ্যে পাকিস্তান দলের অল-ফর্ম্যাট অধিনায়ক টুইটারে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুশি হতে খুব বেশি কিছু লাগে না।’ ছবিটি দেখে কেউ বলবে না যে বাবর গুজবে বিরক্ত হয়েছেন। তবে বিষয়টি একেবারেই ভালো চোখে দেখছেন না বাররের ভক্তরা। তাঁরা নিমো যাদব ব্যক্তিকে তুলোধনা করেছেন তাঁরা।