বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ভিডিয়ো: চিপকের গ্রাউন্ড স্টাফদের মন জিতলেন এমএস ধোনি, সকলের হাতে অটোগ্রাফ ও উপহার তুলে দিলেন
পরবর্তী খবর
ভিডিয়ো: চিপকের গ্রাউন্ড স্টাফদের মন জিতলেন এমএস ধোনি, সকলের হাতে অটোগ্রাফ ও উপহার তুলে দিলেন
1 মিনিটে পড়ুন Updated: 26 May 2023, 08:05 AM ISTSanjib Halder
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনির চলতি মরশুমটা এখনও পর্যন্ত দারুণ কেটেছে। মাঠের মধ্যে ও মাঠের বাইরে তিনি সকলের মন জয় করেছেন। এবার ধোনির একটি ছোট ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাঁকে CSK-এর হোম গ্রাউন্ডের (এমএ চিদাম্বরম) মাঠের স্টাফদের সঙ্গে দেখা গিয়েছে।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনির চলতি মরশুমটা এখনও পর্যন্ত দারুণ কেটেছে। মাঠের মধ্যে ও মাঠের বাইরে তিনি সকলের মন জয় করেছেন। এবার ধোনির একটি ছোট ভিডিয়ো সামনে এসেছে, যেখানে তাঁকে CSK-এর হোম গ্রাউন্ডের (এমএ চিদাম্বরম) মাঠের স্টাফদের সঙ্গে দেখা গিয়েছে। হোম গ্রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলার পরে সেখানকার কাজ করা গ্রাউন্ড স্টাফদের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে।
মহেন্দ্র সিং ধোনি তাদে সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। সেই ভিডিয়ো চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। ধোনি আইপিএল ২০২৩ এর সময় তাদের কঠোর পরিশ্রমের জন্য গ্রাউন্ড স্টাফদের পুরস্কৃত করেছিলেন এবং তাদের সঙ্গে সময় কাটানোর পরে অটোগ্রাফ স্বাক্ষর দিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের পক্ষে গ্রাউন্ড স্টাফের প্রায় ২০ জন সদস্যের হাতে ধোনি নগদ পুরস্কারও তুলে দেন।
এমএস ধোনির সঙ্গে দেখা করার পরে এবং তাঁর অটোগ্রাফ নেওয়ার পরে গ্রাউন্ড স্টাফ সদস্যরা খুব আবেগপ্রবণ হয়েছিলেন। ধোনির সঙ্গে দেখা করার পরে তাদের অনেকের মুখে আলাদা আভা ছিল এবং এই সময় ধোনি তাদের সঙ্গে কথাও বলেছিলেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক সেই সময়ে একটি করে খাম গ্রাউন্ড স্টাফদের হাতে তুলে দেন। অনেকেই মনে করছেন তার মধ্যে নগদ পুরস্কারের মতো কিছু ছিল। ধোনিকে সবসময় ভারতের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের পর এই প্রথম চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে তাদের ম্যাচ খেলেছে। কারণ টুর্নামেন্টটি হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হয়েছিল। চিপকে চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩-এর জন্য এক মাসের প্রশিক্ষণ ক্যাম্পের পরে আটটি হোম ম্যাচ খেলেছে। চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে খেলা ৭টি লিগ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে, যখন প্রথম কোয়ালিফায়ারে দলটি গুজরাট টাইটানসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস রবিবার আইপিএল ২০২৩ ফাইনালের জন্য আমদাবাদে থাকবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে গুজরাট টাইটানস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যকার কোয়ালিফায়ার 2-এর বিজয়ীর মুখোমুখি হবে চার বারের চ্যাম্পিয়নরা। চেন্নাই রেকর্ড ১০ বারের মতো আইপিএলের ফাইনালে পৌঁছেছে, যেখানে তারা ২৮ মে পঞ্চমবারের মতো শিরোপা জয়ের দাবি উপস্থাপন করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।