রিয়ান পরাগ একার হাতে ম্যাচের রং বদলে দিয়েছেন, একবাক্যে স্বীকার করে নিলেন সঞ্জু স্যামসন। বাস্তবিকই পরাগের ঝোড়ো হাফ-সেঞ্চুরির জন্য লড়াই করার রসদ হাতে পায় রাজস্থান রয়্যালস।
Ad
আরসিবির বিরুদ্ধে ঝোড়ো হাফ-সেঞ্চুরি রিয়ান পরাগের। ছবি- আইপিএল।
৯.৩ ওভারে হাসারাঙ্গার বলে সঞ্জু স্যামসন বোল্ড হওয়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন রিয়ান পরাগ। মাঠে নেমেই শাহবাজ আহমেদের ওভারে একটি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। তবে অপর প্রান্ত দিয়ে ডারিল মিচেল, শিমরন হেতমায়ের, ট্রেন্ট বোল্টরা আউট হতে থাকায় নিজেকে সংযত রাখেন রাজস্থান রয়্যালসের তরুণ তারকা। যদিও আগাগোড়া স্কোরবোর্ড সচল রেখেছিলেন তিনি। তবে শেষবেলায় ব্যাট হাতে ঝড় তোলেন পরাগ। ইনিংসের শেষ ২ ওভারে ২টি চার ও ৩টি ছক্কা মেরে রাজস্থানকে লড়াইয়ের রসদ এনে দেন রিয়ান। সঙ্গে নিজেও টপকে যান হাফ-সেঞ্চুরির গণ্ডি।
হাতে ছোটখাটো পুঁজি নিয়েও শেষমেশ ম্যাচে জয় তুলে নিয়ে রাজস্থান। স্বাভাবিকভাবেই ম্যাচের শেষে রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসনকে আপ্লুত শোনায় রিয়ান পরাগকে নিয়ে। ম্যাচ জয়ের জন্য রিয়ানের আগ্রাসী ইনিংসটিকে আলাদা করে কৃতিত্ব দিতে ভোলেননি স্যামসন।
তিনি বলেন, ‘আমাদের শুরুটা যেমন হয়েছিল, সেই নিরিখে এটাকে দারুণ জয় বলা যায়। ১৫ ওভার পর্যন্ত পরিস্থিতি বিপজ্জনক ছিল। রিয়ান পরাগের জন্যই আমরা ওই জায়গায় পৌঁছতে পারি। আমরা ওকে বরাবর সমর্থন করে আসছি। ও বিশ্বকে দেখাল প্রয়োজনে কতটা ধ্বংসাত্মক হতে পারে।’
রিয়ান পরাগ ছয় নম্বরে ব্যাট করতে নেমে শেষমেশ ব্যক্তিগত ৫৬ রানে অপরাজিত থাকেন। ৩১ বলের আগ্রাসী ইনিংসে তিনি মোট ৩টি চার ও ৪টি ছক্কা মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।