কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি নিয়ে বহু দিন ধরেই নানা জল্পনা চলছে। কোনও ভাবেই নাইটদের ওপেনিং জুটি ক্লিক করছিল না। অবশেষে বুধবার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে নাইটদের ওপেনিং জুটি ভরসা জোগাল। এ দিন ওপেন করতে নেমেছিলেন জেসন রয় এবং নারায়ণ জগদীশান। আর ওপেনিং জুটি যোগ করল ৮৩ রান।
২০২৩ আইপিএলে প্রথম বার কেকেআর-এর ওপেনিং জুটি ৫০ পার করল।
ষষ্ঠ ওভারে জেসন রয় একেবারে পাগলের মতো ছক্কা হাঁকালেন। শাহবাজ আহমেদ বল করতে এসে একেবারে যেন খড়কুটোর মতোই উড়ে গেলেন। ৬ নম্বর ওভারে দিয়ে বসলেন ২৫ রান। আর এই ২৫ রানের হাত ধরেই কেকেআর পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান করে ফেলল। ২০২৩ আইপিএল মরশুমে প্রথম বার কলকাতার দল পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৫০-এর গণ্ডি টপকাল।
কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি নিয়ে বহু দিন ধরেই নানা জল্পনা চলছে। কোনও ভাবেই নাইটদের ওপেনিং জুটি ক্লিক করছিল না। অবশেষে বুধবার আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে নাইটদের ওপেনিং জুটি ভরসা জোগাল। এ দিন ওপেন করতে নেমেছিলেন জেসন রয় এবং নারায়ণ জগদীশান। প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয় এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। এতে ভরসা পান জগদীশানও। পাঁচ ওভারে নাইটদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪১ রান। তবে ষষ্ঠ ওভারেই সবচেয়ে বিধ্বংসী হয়ে ওঠেন জেসন রয়।
এই ওভারে বল করতে এসেছিলেন শাহবাজ আহমেদ। প্রথম বলে স্ট্রাইকে ছিলেন জগদীশান। তিনি এক রান নিলে স্ট্রাইকে আসেন রয়। আর স্ট্রাইকে এসেই ছক্কা হাঁকাতে শুরু করেন তিনি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে পরপর তিনটি ছক্কা হাঁকান। পঞ্চম বলে কোনও রান হয়নি। ষষ্ঠ বলে ফের ছক্কা হাঁকান জেসন রয়। এই ওভারে আসে মোট ২৫ রান। কেকেআর-এর স্কোর এক লাফে ৬৬-তে পৌঁছে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।