পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি দাবি করেছেন, এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে তাদের জাতীয় দল অংশ নেবে, তবে একটা শর্তে। জানেন কী সেই শর্ত। পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অংশগ্রহণের বিষয়ে বিসিসিআই সচিব জয় শাহকে একটি লিখিত ভাবে প্রতিশ্রুতি দিতে হবে। তার পরেই পাকিস্তান দল ভারতে ওডিআই বিশ্বকাপে অংশ নিতে আসবে।।
২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর থেকে। বিসিসিআই আমদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতাকে বাবর আজমদের ম্যাচের জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে পরিকল্পনা করেছে।
এ দিকে জয় শাহের নেতৃত্বে এসিসি আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ নিয়ে নিশ্চিত ভাবে কিছু না বলায় জল্পনা চলছে। এই হাইব্রিড মডেল অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে খেলত। এবং পাকিস্তান বাকি খেলাগুলি তাদের দেশেই আয়োজন করত। তবে এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন: এখনও স্বস্তিতে নেই, এক-দু'টি দল এখনও ঘাড়ের উপর রয়েছে- জিতেও চিন্তায় ডুবে ধোনি
একটি নির্ভরযোগ্য সূত্রের খবর অনুসারে, ৮মে দুবাই যাওয়ার কথা রয়েছে নিজাম শেঠির। যেখানে তিনি এসিসি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারতে বিশ্বকাপ খেলার জন্য তাদের শর্তের সিদ্ধান্তের পাশে সমর্থন জোগাড় করার জন্য।
পিসিবি-র সূত্রটি বলেছে যে, তাঁর দুবাই সফরের সময়ে নিজাম শেঠি পাকিস্তানের নীতিগত অবস্থানের জন্য সমর্থন জোগাড় করতে শুরু করবেন বলে আশা করা হচ্ছে। সেই সূত্রের দাবি, বিসিসিআই এবং আইসিসি লিখিত ভাবে প্রতিশ্রুতি না দিলে, পাকিস্তান ভারতে বিশ্বকাপে অংশ নেবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই টুর্নামেন্টে খেলতে হবে ভারতকে। এটাই লিখিত ভাবে দিতে হবে।
আরও পড়ুন: CSK-এর বিরুদ্ধে MI-এর হয়ে একমাত্র অর্ধশতরান, তবু ৪৬ বলে ৫০ করে লজ্জার নজির নেহাল ওয়াধেরার
সূত্রটি আরও বলেছেন, ‘নিজাম শেঠি সম্প্রতি কিছু সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন এবং এসিসি-র কাছে পিসিবি যে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছেন, সেই পরিকল্পনা অনুযায়ী লাহোর এবং দুবাইতে এশিয়া কাপ না হলে, পাকিস্তানের সেই টুর্নামেন্ট খেলা উচিত কিনা, সেই বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শও নিয়েছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।