বল হাতে আইপিএলের বাইশগজে ঘূর্ণি ঝড় তোলেন রাহুল চাহার। আইপিএল স্থগিত হওয়ার পর এবার বাগদত্তার সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা লেগ-স্পিনার।
ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক রাহুল। আইপিএলেও মু্ম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা অস্ত্র হিসেবে তুলে ধরেছেন নিজেকে। সম্প্রতি জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন ইংল্যান্ডের বিরুদ্ধে। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবথেক বেশি উইকেট সংগ্রহ করেছেন তিনিই।

এহেন রাহুল চাহার আইপিএল স্থগিত হওয়ার পর আপাতত বাগদত্তা ইশানির সঙ্গে ছুটি কাটাচ্ছেন গোয়ায়। তাঁর গতিবিধি টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতেই। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ইশানির সঙ্গে গোয়ায় তোলা একটি রোমান্টিক ছবি পোস্ট করেন রাহুল, যেটি রাতিমতো ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
দীর্ঘদিনের বান্ধবী ইশানির সঙ্গে ২০১৯-এ বাগদান সারেন রাহুল চাহার। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতেই নিজের হেয়ারস্টাইলের রহস্য ফাঁস করেছিলেন চাহার। মুম্বই ইন্ডিয়ান্স তারকা ইনস্টাগ্রামে ইশানির সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার হেয়ার স্টাইলিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিই।’

চাহার আইপিএল ২০২১-এর ৭ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে। ওভার প্রতি রান খরচ করেছেন ৭.২১। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন চাহার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।