
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবতাদের গুরু বৃহস্পতি বহু সময় পর রাশি পরিবর্তন করতে চলেছেন। ফলে ১২ বছরে একই রাশিতে ফের আসছেন দেবগুরু। বর্তমানে গুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছেন। তবে শুক্রের রাশি থেকে মে মাসেই বেরিয়ে যাবেন দেবগুরু। তিনি প্রবেশ করবেন বুধের রাশি মিথুনে। এই রাশিতে মে মাসের শেষে চন্দ্রও প্রবেশ করবেন। তারফলে কিছু রাশি লাভবান হতে পারে। জানা যাক, এই গোচরের ফলে লাকি রাশি কারা, তাদের বিষয়ে।
মিথুন
নানান দিক থেকে জীবনে সব সুফল পাবেন। গুরু, চন্দ্রের যুতি আপনাকে দেবে সুফল। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। ধর্ম, কর্মের দিক থেকে পাবেন লাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। দীর্ঘ দিন ধরে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। নানান আর্থিক সমস্যা থেকে এবার মুক্তি পাওয়ার সময়। কোথাও যাত্রার যোগ তৈরি হবে। জীবনে নানান খুশি আনন্দ আসবে।
কন্যা
শিক্ষা ক্ষেত্রে ব্যাপক লাভ আসবে। বিদেশ যাত্রার বেশ কিছু নতুন যোগ পাবেন। বিদেশে যাঁরা কাজ করতে ইচ্ছুক, তাঁরা পাবেন লাভ। যে কাজ করবেন, তাতে সাফল্য আসতে পারে। এই সময় কিনতে পারেন গাড়ি। দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে। অবিবাহিতরা পেতে পারেন বিয়ের প্রস্তাব। জীবনে খুশি আনন্দ আসবে। ঘর বাড়ি কিনতে পারবেন। আয়ের নতুন রাস্তা তৈরি হবে।
ধনু
এই সময় জাতক জাতিকাদের জীবনে আসবে, আর তা ভালো ফল দেবে। নানান ধরনের চিন্তা থেকে মুক্তি পাবেন। পরিবারে আসবে সুখ শান্তি। পরিবারে সদস্যদের মধ্যে চলা ঝঞ্ঝাট এবার শেষ হবে। বাবার সুখ পাবেন। পৈতৃক দিক থেকে কোনও লাভ আসতে পারে। মাঙ্গিলক কাজে অংশ নিতে পারবেন। শ্বশুরবাড়ির দিক থেকে লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আমদানির নতুন মাধ্যম খুলতে পারে।
কবে এই গোচর রয়েছে?
বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে দেবতাদের গুরু বৃহস্পতি ১৪ মে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। ২৮ মে চন্দ্র দুপুর ১ টা ২৬ মিনিটে মিথুনে প্রবেশ করবেন। গুরু আর চন্দ্রের যুতিতে তৈরি হবে গজকেশরী যোগ। যা ৫৪ ঘণ্টা চলছে ৩০ মে পর্যন্ত।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
6.88% Weekly Cashback on 2025 IPL Sports