বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Kohli-Naveen Verbal Fight: কারও থেকে গালাগাল শোনার জন্য IPL খেলতে আসিনি- এখনও ফুঁসছেন নবীন
পরবর্তী খবর
Kohli-Naveen Verbal Fight: কারও থেকে গালাগাল শোনার জন্য IPL খেলতে আসিনি- এখনও ফুঁসছেন নবীন
1 মিনিটে পড়ুন Updated: 02 May 2023, 05:30 PM ISTTania Roy
যখন নবীন ব্যাটিং করছিলেন, তখন তিনি মহম্মদ সিরাজ এবং কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। সেই ঘটনার জেরে কোহলি পরে অমিত মিশ্রের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এর পরে ম্যাচ শেষ হলে হ্যান্ডশেকের সময়ে ফের নবীন এবং কোহলির মধ্যে অপ্রীতিকর ভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায়।
নবীন-উল-হকের সঙ্গে বিরাট কোহলির ঝামেলা।
নবীন-উল-হক, যুদ্ধ-বিধ্বস্ত কাবুলের একজন ডাক্তারের ছেলে, যিনি শরণার্থী হিসেবে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে সোমবার রাতের ম্যাচের পর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে যে তীব্র ঝামেলা লেগেছিল, তার কেন্দ্রে ছিলেন নবীন-উল-হকই।
ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে যে, তিনি তার এলএসজি সতীর্থদের একজনকে বলেছিলেন, ‘আমি এখানে আইপিএল খেলতে এসেছি, কারও কাছ থেকে খারাপ ব্যবহার পেতে নয়।’
যখন নবীন ব্যাটিং করছিলেন, তখন তিনি মহম্মদ সিরাজ এবং কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। সেই ঘটনার জেরে কোহলি পরে অমিত মিশ্রের সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এর পরে ম্যাচ শেষ হলে হ্যান্ডশেকের সময়ে ফের নবীন এবং কোহলির মধ্যে অপ্রীতিকর ভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায়।
মঙ্গলবার সকালে ২৩ বছরের তারকা একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন। তিনি কারও নাম না করে সেই পোস্টের মাধ্যমে বিরাট কোহলিকেই একহাত নিয়েছেন। নবীন তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘তোমার যা প্রাপ্য, তুমি সেটাই পাবে। এটি এমনই হওয়া উচিত এবং এটি এভাবেই হয়।’
নবীনের ইনস্টাগ্রাম স্টোরি।
এটা প্রথম বার নয় যে, নবীন ২২ গজে কোনও ক্রিকেটারের সঙ্গে ঝামেলায় জড়ালেন। এর আগে তিনি এক বার পাকিস্তানের মহম্মদ আমিরের সঙ্গে তীব্র ঝামেলায় জড়িয়েছিলেন। এবং এর পরে ২০২০ সালে শহিদ আফ্রিদির সঙ্গে তাঁর মাঠের মধ্যেই তুমুল বচসা হয়েছিল।
নবীন একবার একটি ম্যাগাজিনে বলেছিলেন, ‘কেউ যদি আমাকে কিছু বলে, আমি হজম করি না। এটা ছোট থেকেই আমার স্বভাব। এটা আমার কাছে স্বাভাবিক ভাবেই এসেছে। আমি যদি বলি, কাল থেকে আমি এর পরিবর্তন করে ফেলব, তবে সেটা সত্যি কথা হবে না। আমাকে কেউ বললে, আমি চুপ করে হজম করব, এটা হতে পারে না। কারণ এটা আমার ডিএনএ-তেই আছে।’
এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, লঙ্কা প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগেও মাঠে ঝামেলা করেছেন নবীন। এটা তাঁর জন্য নতুন নয়। বিগ ব্যাশে ডার্সি শটের সঙ্গে মাঠে ধাক্কাধাক্কি করেছিলেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগে থিসারা পেরেরার সঙ্গে ঝামেলায় জড়ান। পাকিস্তান সুপার লিগে তো পেসার মহম্মদ আমির আর পরে দলের অধিনায়ক শাহিদ আফ্রিদির সঙ্গেও ঝামেলা হয় তাঁর। সেই গন্ডগোলও অনেক দূর গড়িয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।