বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: গম্ভীর-নবীনের দৌলতে ফুটেজ পেল লখনউ, কিন্তু মুখ থুবড়ে পড়ল শেষে
পরবর্তী খবর
IPL 2023: গম্ভীর-নবীনের দৌলতে ফুটেজ পেল লখনউ, কিন্তু মুখ থুবড়ে পড়ল শেষে
2 মিনিটে পড়ুন Updated: 04 Jun 2023, 05:34 PM ISTTania Roy
পরপর দুই মরশুমেই লখনউ সুপার জায়ান্টস শিরোপা থেকে বেশ কিছুটা দূরে আটকে গিয়েছে। এই বছর লখনউ কোয়ালিফায়ার ওয়ান থেকে ছিটকে যায়।
লখনউ সুপার জায়ান্টস কোয়ালিফায়ার ওয়ান থেকেই ছিটকে যায়।
২০২২ সালে আত্মপ্রকাশ করার পর থেকেই লখনউ সুপার জায়ান্টস লড়াই করছে। কিন্তু সে ভাবে ফল পাচ্ছে না তারা। গত মরশুমের পর এ বার তারা প্লে-অফে উঠেছিল। কিন্তু কোয়ালিফায়ার ওয়ানেই তাদের লড়াই শেষ হয়ে যায়। পরপর দুই মরশুমই তারা শিরোপা থেকে বেশ কিছুটা দূরে আটকে গিয়েছে। এই বছর লখনউ সুপার জায়ান্টসের সার্বিক পারফর্ম্যান্সে চোখ রাখা যাক। খুঁজে নেওয়া যাক ব্যর্থতার কারণ।
লখনউ সুপার জায়ান্টসের সেরা ব্যাটার:
১. মার্কাস স্টোইনিস- ১৫ ম্যাচে ৪০৮ রান, সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান।
২. কাইল মেয়ার্স- ১৩ ম্যাচে ৩৭৯ রান, সর্বোচ্চ ৭৩ রান।
৩. নিকোলাস পুরান- ১৫ ম্যাচে ৩৫৮ রান, সর্বোচ্চ ৬২ রান।
৪. কেএল রাহুল- ৯ ম্যাচে ২৭৪ রান, সর্বোচ্চ ৭৪ রান।
৫. আয়ুশ বাদোনি- ১৫ ম্যাচে ২৩৮ রান, সর্বোচ্চ অপরাজিত ৫৯ রান।
নিজেদের ১৪টি লিগ ম্যাচের মধ্যে লখনউ সুপরা জায়ান্টস ৮টিতে জিতেছে। ৫টি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে থেকে প্লে-অফে উঠেছিল লখনউ। কিন্তু কোয়ালিফায়ার ওয়ানে তারা মুম্বইয়ের কাছে হেরে যায়।
ইতিবাচক দিক:
১. রবি বিষ্ণোই, যশ ঠাকুররা এই বছর বল হাতে নজর কেড়েছেন। তাঁরা এই বছর যথেষ্ট দায়িত্ব নিয়েছে, যেটা লখনউয়ের জন্য ইতিবাচক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।