বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: প্রসিধের পরিবর্ত হিসেবে PBKS এবং SRH-এ খেলা ১০ বছরের অভিজ্ঞ তারকা পেসারকে নিল RR
পরবর্তী খবর
IPL 2023: প্রসিধের পরিবর্ত হিসেবে PBKS এবং SRH-এ খেলা ১০ বছরের অভিজ্ঞ তারকা পেসারকে নিল RR
1 মিনিটে পড়ুন Updated: 27 Mar 2023, 08:13 PM ISTTania Roy
পঞ্জাব কিংসের জার্সিতে চিত্তাকর্ষক পারফরম্যান্স করেছিলেন অভিজ্ঞ পেসার। যে কারণে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন। ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরের দলে সুযোগ পেয়েছিলেন। তিনি দু'টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছিলেন। এবং একটি করে উইকেট নিয়েছিলেন।
চোটের কারণে ছিটকে গেলেন প্রসিধ কৃষ্ণ।
ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণ ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রসিধ কৃষ্ণ ১৯ উইকেট নিয়েছিলেন গত বছর। যুজবেন্দ্র চাহালের পরে রাজস্থানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। এবং সঞ্জু স্যামসনদের সাফল্যের লক্ষ্যে ২০২৩ মরশুমেও প্রসিধকে বড় অস্ত্র হিসেবে ভেবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তাতে জল ঢেলে দিয়েছে তারকা পেসারের চোট। সেই চোটের জন্য তাঁকে অস্ত্রোপচারও করতে হয়েছে। আর সেই কারণেই তিনি এই মরশুমে খেলতে পারবেন না।
আর সে কারণেই প্রসিধ কৃষ্ণের বদলি হিসেবে পেসার সন্দীপ শর্মাকে দলে নিল রাজস্থান। আগে থেকেই শোনা যাচ্ছিল, প্রসিধের বদলি হতে চলেছেন সন্দীপ। তাতেই এ বার শিলমোহর পড়ল। সন্দীপকে বেস প্রাইস ৫০ লাখেই দলে নেওয়া হয়েছে। সন্দীপ অনেক সিনিয়র বোলার। গত ১০ মরশুম ধরে তিনি এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছেন। ১০০টিরও বেশি উইকেট নিয়েছেন। রাজস্থান হবে তাঁর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। এর আগে সন্দীপ পঞ্জাব কিংসের পাঁচ বছর ছিলেন। এবং সানরাইজার্স হায়দরাবাদে ছিল বাকি পাঁচ বছর।
পঞ্জাব কিংসের জার্সিতে চিত্তাকর্ষক পারফরম্যান্স করেছিলেন সন্দীপ। যে কারণে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন। ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরের দলে সুযোগ পেয়েছিলেন সন্দীপ। তিনি দু'টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছিলেন। এবং একটি করে উইকেট নিয়েছিলেন। পঞ্জাবের জার্সিতে তিনি শেষ মরশুমে ১৩ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছিলেন। সন্দীপ মোট আইপিএলের ১০৪টি ম্যাচ খেলে ১১৪টি উইকেট নিয়েছেন।
তবে সানরাইজার্স হায়দরাবাদে যুক্ত থাকার সময়ে সন্দীপের পারফরম্যান্স পড়তে থাকে। তিনি ২০২১ সালে মাত্র সাতটি এবং ২০২২ সালে পাঁচটি ম্যাচ খেলেছেন। সন্দীপকে তাই হায়দরাবাদ আর ২০২৩ সালে ধরে রাখেনি। এবং ২০২৩-এর জন্য যে মিনি-নিলাম হয়েছিল, তাতে তিনি অবিক্রীত থেকে গিয়েছিলেন।
বহু দিন ধরেই পিঠের চোট নিয়ে ভুগছেন প্রসিধ। গত এক বছরে ভারতীয় দলের হয়েও তিনি যে কারণে খেলতে পারেননি। এই বছরের ফেব্রুয়ারিতে রাজস্থান নিশ্চিত করেছিল যে, প্রসিধ আইপিএল মিস করতে চলেছেন। রাজস্থান রয়্যালস এক বিবৃতিতে বলেছিল যে, ‘দলের তরফে নিশ্চিত করা হচ্ছে যে, ২৬ বছর বয়সী পেসার প্রসিধ কৃষ্ণ একটি স্ট্রেস ফ্র্যাকচার সার্জারির কারণে আইপিএলের ২০২৩ মরশুম মিস করবেন এবং পরবর্তী রিহ্যাব প্রক্রিয়া চলবে তাঁর।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।