শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০২৩ আইপিএলের ম্যাচ শেষ হওয়ার পরে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ভক্তদের মধ্যে হঠাৎ করেই উদ্বেগ দেখা দিয়েছিল। যেটা হওয়ার কথা ছিল না। কারণ দিল্লির বিরুদ্ধে বড় জয় পেয়েই প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছিল সিএসকে। এবং তারা রানরেটেও অনেকটাই এগিয়ে ছিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামার আগেই সিএসকে-র দ্বিতীয় স্থান মোটামুটি পাকা হয়ে গিয়েছিল। তার পরেও কেন চিন্তায় পড়ে গিয়েছিল সিএসকে সমর্থকেরা।
আসলে উদ্বেগের কারণ ছিল একেবারে আলাদা। মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। যেটা দেখেই আশঙ্কিত হয়ে পড়ে সিএসকে-র ভক্তরা। ধোনি-জাদেজার ঝামেলা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। যা নিয়েই ছড়িয়েছে উদ্বেগ।
আরও পড়ুন: গম্ভীরের 'ঘরের মাঠেও' চলল কোহলি-নবীন লড়াই, দর্শকদের স্লোগান চুপ করালেন আফগান তারকা- ভিডিয়ো
ঘটনাটি ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ঘটে। দিল্লিকে হারানোর পর মাঠের মধ্যে যখন সিএসকে প্লেয়াররা জয়ের জন্য এবং প্লে অফে পৌঁছানোর জন্য প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছিল, তখনই জাদেজার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে ধোনিকে। সিএসকে অধিনায়কের কথা প্রথমে মনোযোগ সহকারেই শুনছিলেন জাদেজা। তবে তিনি রীতিমতো গম্ভীর ছিলেন। জাদেজার মুখে হাসি ছিল না। জাদেজাকে বেশ উত্তেজিত হয়েই ধোনি কিছু বলছিলেন। পরে জাদেজাকেও জবাবে ক্ষুব্ধ হয়ে কিছু বলতে দেখা যায়। তবে তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান যে জাদেজার উপর রেগে ছিলেন, সেটা পরিষ্কার।
আরও পড়ুন: ভারতীয় দলে ডাক পাওয়ার কথা ভাবছিই না- প্লে-অফে উঠতে না পারায় মন খারাপ KKR-এর রিঙ্কুর
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সকলেই অবাক হয়েছেন। কারণ ধোনি এবং জাদেজার মধ্যে যে কোনও বিভেদ থাকতে পারে, সেটা ভাবতেই পারেন না কেউ। জাদেজাকে এই মরশুমে সিএসকে ধোনির কথাতেই রেখে দিয়েছে। এবং সকলেই আশায় যে, জাদেজা পরের মরশুমেও চেন্নাই টিমের হয়েই খেলবেন। অনেকে মনে করছেন যে, এই ঝামেলার আসল কারণ হয়তো জাদেজার বোলিং নিয়ে। তার জন্যই জাদেজাকে বকুনি খেতে হয়েছে। কারণ দিল্লির বিরুদ্ধে অন্যান্য বোলাররা প্রতি ওভারে মাত্র ছয়ের কাছাকাছি রান দিলেও, একমাত্র জাদেজা ১ উইকেট নিলেও চার ওভারে ৫০ রান দিয়ে বসেন।