কেকেআর ২০২৩ আইপিএল নিলামের আগে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটিতে দলে নিয়েছিল। আরসিবি-র বিরুদ্ধে একটি ম্যাচে দুরন্ত খেলেছিলেন শার্দুল। তবে পরে সে ভাবে ছন্দে না থাকায় সিম-বোলিং অলরাউন্ডারকে পাঁচ ম্যাচ পর বাদ দেওয়া হয় একাদশ থেকে। অথচ কুলবন্ত খেজরোলিয়াকে খেলিয়ে যাওয়া হচ্ছে।
নাইট রাইডার্সের ম্যাচের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন হরভজন সিং।
কলকাতা নাইট রাইডার্স টিমে (কেকেআর) ঘন ঘন পরিবর্তন করার জন্য প্রশ্ন তুললেন হরভজন সিং। রবিবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে হারের পর নাইটদের পরিকল্পনা নিয়েই তীব্র সমালোচনা করেছেন হরভজন। তাঁর প্রশ্ন, কেন নাইটরা একটি ধারাবাহিক গেম প্ল্যান করছে না?
নীতীশ রানা অ্যান্ড কোং ২৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে এমএস ধোনির সিএসকে-র বিরুদ্ধে ৪৯ রানে শোচনীয় ভাবে হারে। এই নিয়ে টানা চার ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই রবিবার ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের পাহাড় গড়ে।তবে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস ৮ উইকেট হারিয়ে ১৮৬ রানে শেষ হয়ে যায়।
স্টার স্পোর্টস-এ ম্যাচ-পরবর্তী আলোচনার সময়ে হরভজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে, ঘন ঘন প্লেয়ার পরিবর্তন, কম্বিনেশন পাল্টানোই কি কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার কারণ? হরভজন এর উত্তরে বলেন, ‘প্লেয়ারদের উপর বিশ্বাস রাখতে হবে। আপনাকে একটা ঠিকঠাক পরিকল্পনা করতে হবে। এই মরশুমের যে পরিকল্পনা এবং উদ্দেশ্য নিয়ে আপনি ক্রিকেট খেলবেন, সেটা দলের সকলের কাছে পরিষ্কার হতে হবে। অবশ্যই প্রতিপক্ষকে সম্মান করতে হবে। তবে ম্যাচ নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে।’
প্রাক্তন ভারতীয় স্পিনার যোগ করেছেন, 'আপনি একটি ম্যাচে এক রকম পরিকল্পনা দেখছেন, পরের ম্যাচে অন্য কিছু ঘটছে। আরও কিছু পরিবর্তন ঘটছে। শার্দুল ঠাকুর কেব এই দলে খেলছেন না। এটি আমার বোঝার বাইরে। আর প্রতি ম্যাচ পরিকল্পনা বদলালে, কোনও কিছুই কাজে আসে না।।
কেকেআর ২০২৩ আইপিএল নিলামের আগে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটিতে দলে নিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ম্যাচে দুরন্ত খেলেছিলেন শার্দুল। তবে পরে সে ভাবে ছন্দে না থাকায় সিম-বোলিং অলরাউন্ডারকে পাঁচ ম্যাচ পর বাদ দেওয়া হয় একাদশ থেকে। অথচ কুলবন্ত খেজরোলিয়াকে খেলিয়ে যাওয়া হচ্ছে।
হরভজন সিং উল্লেখ করেছেন যে, খেলোয়াড়দের তাদের জায়গা ধরে রাখার জন্য পারফর্ম করা নিয়ে বাড়তি চাপ দেওয়া উচিত নয়। তাঁর মতে, ‘দলের খেলোয়াড়দের সমর্থন করতে হবে, যাতে ওরা মনে করে যে, এটি তাদের দল এবং তারা পারফর্ম করার সুযোগ পাবে। তাদের মাথায় এই ভাবনাটা থাকাই উচিত নয় যে, যদি ওরা আউট হয়ে যায়, তবে পরের ম্যাচে সুযোগ পাবে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।