বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ব্যাটিং লাইনআপে কিছুটা ফাঁক রয়েছে, বোলিং বড় শক্তি, কেমন হতে পারে GT-র একাদশ?
পরবর্তী খবর
IPL 2023: ব্যাটিং লাইনআপে কিছুটা ফাঁক রয়েছে, বোলিং বড় শক্তি, কেমন হতে পারে GT-র একাদশ?
2 মিনিটে পড়ুন Updated: 24 Dec 2022, 03:19 PM ISTTania Roy
প্রথম বছরে গুজরাটের ওপেনিং সদস্যরা বেশ ধারাবাহিক এবং আশাব্যঞ্জক পারফরম্যান্স করেছিলেন। তবে জেসন রয়কে এই বছর ধরে রাখেনি গুজরাট। এতে কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে চ্যাম্পিয়ন টিম। কারণ ব্যাটিং বিভাগে কিন্তু খুব বেশি বড় নাম নেই।
গুজরাট টাইটান্সের টিমে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে।
২০২৩ আইপিএলের নিলাম সফল ভাবে শেষ হয়েছে। আসন্ন মরশুমের জন্য ১০ টি দলই তাদের চূড়ান্ত স্কোয়াড তৈরি করে ফেলেছে। গত বারের চ্যাম্পিয়ন টিম গুজরাট টাইটান্সও ২০২৩-এর জন্য তাদের দল গুছিয়ে নিয়েছে। কেমন হল তাদের এ বারের টিম?
২০২৩ আইপিএল নিলাম পরবর্তী গুজরাট টাইটান্স টিম নিয়ে পর্যালোচনা
২০২৩ আইপিএলের নিলাম গুজরাট টাইটান্সের কাছে ভালো-মন্দ মিলিয়ে মিশ্র দিন ছিল। এক দিকে, ম্যানেজমেন্ট কিছু স্মার্ট ক্রয় করেছে, অন্য দিকে, তারা অনেক সুযোগ হাতছাড়া করেছে। তবে তাদের স্কোয়াড সবচেয়ে সেরা না হলেও, ভারসাম্যপূর্ণ দল গড়েছে গুজরাট টাইটান্স।
প্রথম বছরে গুজরাটের ওপেনিং সদস্যরা বেশ ধারাবাহিক এবং আশাব্যঞ্জক পারফরম্যান্স করেছিলেন। তবে জেসন রয়কে এই বছর ধরে রাখেনি গুজরাট। এতে কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে চ্যাম্পিয়ন টিম। কারণ টি-টোয়েন্টি বিশেষ ব্যাটিং বিভাগে কিন্তু খুব বেশি বড় নাম নেই। ইনিংসে স্থিতিশীলতা দেওয়ার দায়িত্ব থাকবে শুভমন গিলের উপর। মিডল অর্ডারে ডেভিড মিলার আছেন, তবে গত কয়েক মরশুম থেকে তিনি ফর্মে নেই।
গুজরাট টাইটান্সের উইকেটরক্ষক
ম্যাথু ওয়েড এবং ঋদ্ধিমান সাহা গুজরাট টাইটান্সের জন্য দু'টি উইকেট কিপিং বিকল্প রয়েছে। ঋদ্ধি গত বার আইপিএলে খুব ভালো পারফরম্যান্স করেছেন। নিলামে আবার শ্রীকর ভরতকেও কিনেছে গুজরাট। ঋদ্ধির বিকল্প হিসেবে। যাইহোক সব মিলিয়ে উইকেটকিপিং নিয়ে খুব বেশি চাপ থাকবে না গুজরাটের।
গুজরাট টাইটান্সের মূল ফিনিশার হবেন হার্দিক পান্ডিয়া। এই বিভাগে তাঁকে সহায়তা করবেন রাহুল তেওয়াটিয়া এবং বিজয় শঙ্কর। এই বিভাগটটি গুজরাটের ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য বেশ ভারসাম্যপূর্ণ।
গুজরাট টাইটান্সের বোলার
গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণে অনেক বৈচিত্র্য রয়েছে। তারা পরিস্থিতি এবং প্রতিপক্ষ অনুযায়ী নিখুঁত ভাবো বোলারদের বাছাই করতে পারবে। টাইটান্সদের পক্ষে বোলিং তাদের শক্তিশালী পয়েন্ট। তাদের দলে রয়েছে মহম্মদ শামি, আলজারি জোসেফ এবং লকি ফার্গুসনের মতো পেস ত্রয়ী। স্পিন বিভাগে রশিদ খান একাই পার্থক্য গড়ে দিতে পারেন। হার্দিক পান্ডিয়া এবং তেওয়াটিয়াও বোলিং বিকল্প হিসেবে রয়েছেন।
গুজরাট টাইটান্স আইপিএল ২০২৩ পুরো টিম রিভিউ
আইপিএল ২০২৩ নিলামে গুজরাট টাইটান্স বিদেশি প্লেয়ারদের হিসেব কষে কিনেছে। তবে তারা অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যানদের পেতে ব্যর্থ হয়েছে। এই সমস্যাটি তাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে বড় দুর্বলতা হয়ে গিয়েছে। সামগ্রিক ভাবে গুজরাট অবশ্যই আইপিএল ২০২৩-এ অন্যান্য দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। হার্দিক পাণ্ডিয়া এবং রশিদ খানের মতো প্লেয়াররা আবার একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।