আইপিএল ২০২৩-র মিনি নিলামে ভারতের মোট ৪২ জন ঘরোয়া ক্রিকেটার দল পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটারদের অবাধ প্রবেশ দেখা যায় সানরাইজার্স হায়দরাবাদ দলে। তারা সব থেকে বেশি ৮ জন ডোমেস্টিক ক্রিকেটারকে দলে নিয়েছে এবার।
দিল্লি ক্যাপিটালস মাত্র একজন ঘরোয়া ক্রিকেটারকে দলে নেয় এবারের নিলাম থেকে। তবে তাঁর পিছনে বিস্তর টাকা খরচ করে দিল্লি। ভারতের ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন শিবম মাভি। তাঁকে গুজরাট টাইটানস দলে নিয়েছে ৬ কোটি টাকায়। এছাড়া বাংলার পেসার মুকেশ কুমারকে দিল্লি সাড়ে ৫ কোটি টাকায় দলে নেয়।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস ৫ জন করে আনক্যাপড ঘরোয়া ক্রিকেটারকে দলে নেয়। পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস ৪ জন করে ঘরোয়া ক্রিকেটার দলে নিয়েছে। আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলে নিয়েছে ৩ জন ডোমেস্টিক ক্রিকেটারকে। দেখে নেওয়া যাক কোন দল কত টাকায় কোন কোন আনক্যাপড ঘরোয়া ক্রিকেটারদের কেনে আইপিএল ২০২৩-র মিনি নিলাম থেকে।
আরও পড়ুন:- IPL 2023 Auction: ভেঙে চুরমার অতীতের সব রেকর্ড, আইপিএল নিলামে অজি ক্রিকেটারদের মধ্যে সব থেকে দামি গ্রিন
চেন্নাই সুপার কিংস:-১. নিশান্ত সিন্ধু: ৬০ লক্ষ টাকা২. ভগত বর্মা: ২০ লক্ষ টাকা৩. অজয় মণ্ডল: ২০ লক্ষ টাকা৪. শেক রশিদ: ২০ লক্ষ টাকা।
দিল্লি ক্যাপিটালস:-১. মুকেশ কুমার: ৫ কোটি ৫০ লক্ষ টাকা
গুজরাট টাইটানস-১. শিবম মাভি: ৬ কোটি টাকা২. কেএস ভরত: ১ কোটি ২০ লক্ষ টাকা৩. উর্ভিল প্যাটেল: ২০ লক্ষ টাকা
কলকাতা নাইট রাইডার্স:-১. নারায়ন জগদীশান: ৯০ লক্ষ টাকা২. বৈভব আরোরা: ৬০ লক্ষ টাকা৩. কুলবন্ত খেজরোলিয়া: ২০ লক্ষ টাকা৪. সূয়াস শর্মা: ২০ লক্ষ টাকা
লখনউ সুপার জায়ান্টস:-১. যশ ঠাকুর: ৪৫ লক্ষ টাকা।২. স্বপ্নিল সিং: ২০ লক্ষ টাকা৩. যুধবীর চরক: ২০ লক্ষ টাকা৪ প্রেরক মানকড়: ২০ লক্ষ টাকা
মুম্বই ইন্ডিয়ান্স:-১. নেহাল ওয়াধেরা: ২০ লক্ষ টাকা২. রাঘব গোয়েল: ২০ লক্ষ টাকা৩. বিষ্ণু বিনোদ: ২০ লক্ষ টাকা৪. শামস মুলানি: ২০ লক্ষ টাকা
আরও পড়ুন:- IPL 2023 Auction: তারকা ওপেনার থেকে আনকোরা অল-রাউন্ডার, নিলামে জমিয়ে কেনাকাটা করল SRH, দেখুন সম্পূর্ণ স্কোয়াড
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।