Gautam Gambhir on fight with Virat Kohli: 'আমার মনে হয়...', অবশেষে IPL-এ কোহলির সঙ্গে বচসা নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর
1 মিনিটে পড়ুন Updated: 13 Jun 2023, 10:15 AM ISTপ্রসঙ্গত, গত মে মাসে আইপিএল-এ লখনউ সুপারজায়ান্টস বনাম আরসিবি ম্যাচের পর নবীন উল হক-কে ঘিরে বচসায় জড়িয়েছিলেন দুই দিল্লিবাসী। মাঠের সেই ঝমেলার ঘটনায় জোর বিতর্ক হয়েছিল ক্রিকেট মহলে। সমালোচিত হয়েছিলেন গম্ভীর। সেই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার।
বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলা। (ছবি সৌজন্যে টুইটার)