বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Virat and Gambhir's fight new video: পাত্তা দিলেন না ক্যাপ্টেনকেও, গম্ভীরের দিকে তেড়ে গেলেন বিরাট, সামনে নয়া ভিডিয়ো
পরবর্তী খবর
Virat and Gambhir's fight new video: পাত্তা দিলেন না ক্যাপ্টেনকেও, গম্ভীরের দিকে তেড়ে গেলেন বিরাট, সামনে নয়া ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 03 May 2023, 08:54 PM ISTAyan Das
বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝামেলার একটি নয়া ভিডিয়ো সামনে এল। যে ভিডিয়ো দেখা গিয়েছে, ঝগড়া যাতে না হয়, সেই চেষ্টা করছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। কিন্তু তাঁকে পাত্তাই দেননি বিরাট। তেড়ে যান লখনউ সুপার জায়েন্টসের হেড কোচ গৌতম গম্ভীরের দিকে।
বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলা। (ছবি সৌজন্যে, টুইটার ভিডিয়ো)
প্রায় ৪৮ ঘণ্টা হতে চলল। কিন্তু এখনও বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলার রেশ কাটল না। কার দোষ বেশি, কার দোষ কম, কে ঠিক করেছেন, কে ভুল করেছেন - সেইসব তর্ক-বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিরাট ও গম্ভীরের ঝামেলার একটি নয়া ভিডিয়ো সামনে এল। যে ভিডিয়ো দেখা গিয়েছে, ঝগড়া যাতে না হয়, সেই চেষ্টা করছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। কিন্তু তাঁকে পাত্তাই দেননি বিরাট। তেড়ে যান লখনউ সুপার জায়েন্টসের হেড কোচ গম্ভীরের দিকে। সেইসঙ্গে ‘চরম ঔদ্ধত্য’ (যে অভিযোগ আগেই উঠেছিল) দেখিয়ে লখনউয়ের হেড কোচকে ডাকতে দেখা যায়।
নয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাচের শেষে হাত মেলাচ্ছেন ব্যাঙ্গালোর এবং লখনউয়ের খেলোয়াড়রা। নবীন-উল-হকের সঙ্গে হাত মেলাতে দেখা যায় বিরাটকে। যে দুই তারকার ম্যাচের মধ্যেই ঝামেলা হচ্ছিল। সেই ঝামেলার রেশ হাত মেলানোর সময়ও ছিল। নবীন যখন বিরাটের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন আরসিবি তারকার দিকে পুরোপুরি তাকাননি। বরং অন্যদিকে মুখ করেছিলেন। সেই পরিস্থিতিতে নবীনের হাত ধরেই মুখ তুলে সম্ভবত কিছু বলেন বিরাট। পালটা কিছু একটা বলেন নবীনও। তাঁদের সরিয়ে দেন বিরাটের পিছনে দাঁড়িয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল।
তারইমধ্যে দুই দলের হাত মেলানো পর্ব শেষ হয়ে যায়। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের মধ্যেই হেঁটে যাচ্ছেন বিরাট। পাশ দিয়ে এসে কথা বলতে থাকেন কাইল মায়ার্স। তারপর মায়ার্সকে টেনে নিয়ে যান গম্ভীর। মায়ার্সের সঙ্গে কিছু কথা বলতে-বলতে যাচ্ছিলেন লখনউয়ের হেড কোচ। সেইসময় সম্ভবত পিছন থেকে কোনও মন্তব্য করছিলেন বিরাট। মায়ার্সের সঙ্গে হাঁটতে-হাঁটতেই পিছন দিকে তাকান গম্ভীর। তারপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিরাট ও গম্ভীরের বাক্যবিনিময় শুরু হতেই দু'জনকে থামাতে যান লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল, ফ্যাফরা। বিরাটের কাঁধে হাত দিয়ে সরিয়ে নিয়ে যেতে থাকেন আরসিবি অধিনায়ক। সেইসময় গম্ভীরও পালটা কোনও মন্তব্য করেন। তারপরও বিরাটকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ফ্যাফ। কিন্তু কোনও লাভ হয়নি। অধিনায়ককে পাত্তা না দিয়েই গম্ভীরের দিকে তেড়ে যান বিরাট। গম্ভীরও তেড়ে যান। তারপর পুরো জটলা তৈরি হয়ে যায়। দু'জনকে ঘিরে দুই দলের প্রায় সব খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা দাঁড়িয়ে যান। কিছুক্ষণ পর দু'জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।