এটি আইপিএল-এর ইতিহাসে ২০তম বারের জন্য ঘটেছে। যখন অপরাজিত প্যাভিলিয়নে সফল রান তাড়া করে ফিরেছেন তিনি। তবে সফল ভাবে রান তাড়া করে অপরাজিত সাজঘরে ফেরার বিষয়ে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স দুই নম্বরে রয়েছেন। তারা দুজনেই ১৯ বার এই কীর্তি করেছেন।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ফিরছেন ডেভিড মিলার ও রাহুল তেওয়াটিয়া (ছবি-পিটিআই)
বৃহস্পতিবার রাতে গুজরাট টাইটানসের জয়ে দলের ফিনিশার ডেভিড মিলার এবং রাহুল তেওয়াটিয়া আবারও অপরাজিত প্যাভিলিয়নে ফিরে যান। পাঞ্জাব কিংসের দেওয়া ১৫৪ রানের টার্গেট ১ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে করে ফেলেছিল গুজরাট টাইটানস। এমন সফল ভাবে রান তাড়া করার জন্য বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের একটি বড় রেকর্ড ভেঙে দিয়েছেন ডেভিড মিলার। এই রান তাড়া করতে গিয়ে মিলার ১৮ বলে ১টি চার মেরে ১৭ রান করে অপরাজিত ভাবে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এটি আইপিএল-এর ইতিহাসে ২০তম বারের জন্য ঘটেছে। যখন অপরাজিত প্যাভিলিয়নে সফল রান তাড়া করে ফিরেছেন তিনি। তবে সফল ভাবে রান তাড়া করে অপরাজিত সাজঘরে ফেরার বিষয়ে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স দুই নম্বরে রয়েছেন। তারা দুজনেই ১৯ বার এই কীর্তি করেছেন।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসে সফল ভাবে রান তাড়া করে সবচেয়ে বেশি বার নটআউট হয়ে প্যাভিলিয়নে ফেরার রেকর্ড গড়েছেন। ধোনি তাঁর ক্যারিয়ারে ২৬ বার এই কীর্তি করেছেন। সেই কারণেই তো তাঁকে সেরা ফিনিশর আক্ষা দেওয়া হয়ে থাকে। এই কারণেই তিনি এখনও বিশ্বের সেরা ফিনিশারদের মধ্যে গণ্য হন। এই তালিকায় রবীন্দ্র জাদেজা দ্বিতীয় নম্বরে রয়েছেন। তিনি ২৫ বার এই কীর্তি করেছেন। ইউসুফ পাঠান ২২ বার ও দীনেশ কার্তিকও ২২ বার এমনটা করে যৌথভাবে তৃতীয় স্থানে য়েছেন। এবার এই তালিকায় ডেভিড মিলার চতুর্থ স্থানে নিজের জায়গা পাকা করলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।