
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ৮ ম্যাচের ৫টিতে জেতে। হারে ৩টি ম্য়াচ। পঞ্জাব কিংস তাদের প্রথম ৮টি ম্যাচের মধ্যে জেতে ৪টি ম্যাচ এবং পরাজিত হয় সমসংখ্যক ম্যাচে। এই অবস্থায় চিপকে আইপিএল ২০২৩-র ৪১তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে চেন্নাই ও পঞ্জাব। ধোনিদের তাঁদের ঘরের মাঠে হারানো নিতান্ত কঠিন কাজ সন্দেহ নেই। শেষমেশ শিখর ধাওয়ানরা সেই কঠিন কাজটাই করে দেখান। সুতরাং, ৯টি করে ম্য়াচ খেলে চেন্নাই ও পঞ্জাব উভয় দলই ৫টি করে ম্যাচ জেতে এবং ৩টি ম্যাচ হারে।
দল হারলেও ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে অপরাজিত ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ে।
চেন্নাই সুপার কিংসের ৪ উইকেটে ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয়। তারা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রান তোলে। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন সিকন্দর রাজা। তিনি ১টি চার মারেন। ৩ বলে ২ রান করেন শাহরুখ খান। পথিরানা ৪ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
শেষ ওভারে মাথিসা পথিরানার প্রথম বলে ১ রান নেন সিকন্দর রাজা। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান নেন শাহরুখ। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি ২রান নেন রাজা। সুতরাং, জয়ের জন্য শেষ বলে পঞ্জাবের দরকার ছিল ৩ রান। শেষ ওভারে দৌড়ে তিন রান নিয়ে পঞ্জাবকে ম্যাচ জেতান সিকন্দর রাজা। সুতরাং শেষ ওভারে কোনও বাউন্ডারি না মেরেও ৯ রান সংগ্রহ করে নেন পঞ্জাবের দুই ব্যাটসম্যান।
১৮.৪ ওভারে তুষার দেশপান্ডের বলে জিতেশ শর্মার দুর্দান্ত ক্যাচ ধরেন পরিবর্ত ফিল্ডার শেক রশিদ। ১০ বলে ২১ রান করেন জিতেশ। মারেন ২টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব কিংস ১৮৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৬ উইকেটে ১৯২ রান। জয়ের জন্য শেষ ওভারে ৯ রান দরকার তাদের। রাজা ৫ ও শাহরুখ ২ রানে ব্যাট করছেন। তুষার ৪ ওভারে ৪৯ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন।
১৭.১ ওভারে মাথিসা পথিরানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্যাম কারান। ২০ বলে ২৯ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ১৭০ রানে ৫ উইকেট হারায় পঞ্জাব। ব্যাট করতে নামেন শাহরুখ খান। ওভারের তৃতীয় বলে চার মারেন জিতেশ। ১৮ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৫ উইকেটে ১৭৯ রান। জয়ের জন্য ২ ওভারে ২২ রান দরকার তাদের। ১৫ রানে ব্যাট করছেন জিতেশ। পথিরানা ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১৭তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি ছক্কা মারেন কারান এবং ১টি ছক্কা হাঁকান জিতেশ। ওভারে ১৭ রান ওঠে। ১৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১৭০ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩১ রান দরকার পঞ্জাবের। কারান ২৯ ও জিতেশ ৯ রানে ব্যাট করছেন। জাদেজা ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
১৬তম ওভারে তুষার দেশপান্ডের বলে ৩টি ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। ১টি লেগ বাই-চারও পেয়ে যায় পঞ্জাব। তবে ১৫.৫ ওভারে তুষারের বলে রুতুরাজের হাতে ধরা পড়ে যান লিয়াম। ২৪ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ১টি চার ও ৪টি ছক্কা। পঞ্জাব ১৫১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জিতেশ শর্মা। ১৬ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১৫৩ রান। ১৯ রানে ব্যাট করছেন কারান। তুষার ৩ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
১৫তম ওভারে থিকসানার বলে ১টি চার মারেন স্যাম কারান। ওভারে ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ৩ উইকেটে ১২৯ রান। লিয়াম ২২ ও কারান ১৯ রানে ব্যাট করছেন। থিসকানা ৪ ওভারে ৩৬ রান খরচ করেন।
১৪তম ওভারে মাথিসা পথিরানার মাত্র ৭ রান খরচ করেন। পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১১৯ রানে। জয়ের জন্য শেষ ৬ ওভারে তাদের দরকার ৮২ রান। ২১ রানে ব্যাট করছেন লিভিংস্টোন। পথিরানা ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।
১৩তম ওভারে মাহিশ থিকসানা ৭ রান খরচ করেন। ১৩ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১১২ রান। লিয়াম ১৭ ও কারান ১০ রানে ব্যাট করছেন। থিকসানা ৩ ওভারে ২৭ রান খরচ করেছেন।
১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল পঞ্জাব কিংস। মাথিসা পথিরানার ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন লিভিংস্টোন। ১২ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ১০৫ রান। ১৪ রানে ব্যাট করছেন লিয়াম।
১০.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে তাঁর হাতেই ধরা দিয়ে সাজঘরে ফেরেন অথর্ব টাইডে। ১৭ বলে ১৩ রান করেন তিনি। পঞ্জাব ৯৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। ১১ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৯৭ রান। জাদেজা ৩ ওভারে ১৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
দশম ওভারে আকাশ সিংয়ের বলে ১টি ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। ওভারে ১০ রান ওঠে। ১০ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৯৪ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০৭ রান দরকার তাদের। ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন আকাশ।
৮.৩ ওভারে জাদেজার বলে প্রভসিমরন সিংকে স্টাম্প-আউট করেন ধোনি। ২৪ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন প্রভসিমরন। মারেন ৪টি চার ও ২টি ছক্কা। পঞ্জাব ৮১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন। ৯ ওভার শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৮৪ রান। ১১ রানে ব্যাট করছেন অথর্ব। জাদেজা ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
অষ্টম ওভারে মইন আলির বলে ১টি ছক্কা মারেন প্রভসিমরন সিং। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ৮০ রান। প্রভসিমরন ৪২ রানে ব্যাট করছেন।
সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ৮ রান তোলে পঞ্জাব। ১টি চার মারেন প্রবসিমরন। ৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৭০ রান। প্রভসিমরন ৩৩ রানে ব্যাট করছেন।
ষষ্ঠ ওভারে থিকসানার বলে ১টি চার মারেন প্রভসিমরন। ওভারে ৮ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর ১ উইকেটে ৬২ রান। ২৭ রানে ব্যাট করছেন প্রভসিমরন। থিকসানা ২ ওভারে ২০ রান খরচ করেছেন।
৪.২ ওভারে তুষার দেশপান্ডের বলে পথিরানার হাতে ধরা পড়েন শিখর ধাওয়ান। ১৫ বলে ২৮ রান করেন গব্বর। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। পঞ্জাব ৫০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অথর্ব টাইডে। ৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ১ উইকেটে ৫৪ রান। তুষার ২ ওভারে ১৬ রান খরচ করে
চতুর্থ ওভারে মাহিশ থিকসানার বলে ২টি চার মারেন প্রভসিমরন। ওভারে ১২ রান ওঠে। ৪ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ৪৬ রান। ধাওয়ান ২৪ ও প্রভসিমরন ২০ রানে ব্যাট করছেন।
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন আকাশ সিং। তাঁর বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন শিখর ধাওয়ান। ওভারে মোট ১৪ রান ওঠে। ৩ ওভার শেষে পঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ৩৪ রান। ধাওয়ান ২১ ও প্রভসিমরন ১১ রানে ব্যাট করছেন। আকাশ ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।
দ্বিতীয় ওভারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। তৃতীয় বলে ছক্কা হাঁকান প্রভসিমরন। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ২০ রান। প্রভসিমরন ১০ ও ধাওয়ান ৯ রানে ব্যাট করছেন।
প্রভসিমরন সিংকে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন আকাশ সিং। প্রথম ওভারে ২টি চার মারেন ধাওয়ান। ১ ওভার শেষে পঞ্জাবের স্কোর বিনা উইকেটে ১১ রান।
শেষ ওভারে স্যাম কারানের শেষ ২টি বলে ২টি ছক্কা মারেন মহেন্দ্র সিং ধোনি। ওভারে মোট ১৫ রান ওঠে। চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০০ রান সংগ্রহ করে। সুতরাং জয়ের জন্য পঞ্জাবের দরকার ২০১ রান। ডেভন কনওয়ে ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। ধোনি ২টি ছক্কার সাহায্যে ৪ বলে ১৩ রান করেন। ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন স্যাম কারান।
১৯.১ ওভারে স্যাম কারানের বলে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১০ বলে ১২ রান করেন তিনি। চেন্নাই ১৮৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি।
১৯তম ওভারে মাত্র ৮ রান খরচ করেন কাগিসো রাবাদা। তাঁর বলে ১টি চার মারেন কনওয়ে। ১৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৮৫ রান। কনওয়ে ৯১ রানে ব্যাট করছেন। রাবাদা ৪ ওভারে ৩৪ রান খরচ করেছেন।
১৮তম ওভারে আর্শদীপ সিং ৮ রান খরচ করেন। চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৭৭ রান। কনওয়ে ৮৫ ও জাদেজা ১০ রানে ব্যাট করছেন। আর্শদীপ ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১৬.১ ওভারে রাহুল চাহারের বলে মইন আলিকে স্টাম্প-আউট করেন জিতেশ শর্মা। ৬ বলে ১০ রান করেন মইন। মারেন ২টি চার। চেন্নাই ১৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ওভারের শেষ ২টি বলে ২টি চার মারেন কনওয়ে। ১৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১৬৯ রান। কনওয়ে ৮৪ রানে ব্যাট করছেন। চাহার ৪ ওভারে ৩৫ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
১৬তম ওভারে স্যাম কারানের বলে ১টি চার মারেন মইন আলি। ১টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১২ রান ওঠে। ১৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৫৮ রান। ৪৩ বলে ৭৬ রান করেছেন কনওয়ে। ৩ ওভারে ৩১ রান খরচ করেছেন কারান।
১৫তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে ১টি চার মারেন মইন আলি। ২টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ১৪৬ রান। ডেভন ৭০ রানে ব্যাট করছেন।
১৩.৬ ওভারে আর্শদীপ সিংয়ের বলে শাহরুখ খানের হাতে ধরা পড়েন শিবম দুবে। ১৭ বলে ২৮ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। চেন্নাই ১৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। কনওয়ে ৫৯ রানে ব্যাট করছেন। আর্শদীপ ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১৩তম ওভারে কাগিসো রাবাদার বলে ১টি ছক্কা মারেন শিবম দুবে। ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১২১ রান। কনওয়ে ৫৭ ও দুবে ২২ রানে ব্যাট করছেন। রাবাদা ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।
৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। ১২তম ওভারে সিকন্দর রাজার বলে ১টি ছক্কা মারেন শিবম দুবে। ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১০৭ রান। কনওয়ে ৫২ ও দুবে ১৪ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন রাজা।
১১তম ওভারে কাগিসো রাবাদা মাত্র ৪ রান খরচ করেন। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৯৪ রান। ব্যক্তিগত ৪৭ রানে ব্যাট করছেন ডেভন কনওয়ে। রাবাদা ২ ওভারে ১২ রান খরচ করেছেন।
দশম ওভারে সিকন্দর রাজার প্রথম ২ বলে ২টি চার মারেন ডেভন কনওয়ে। চতুর্থ বলে স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৩১ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। চেন্নাই ৮৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৯০ রান। ৪৫ রানে ব্যাট করছেন কনওয়ে। সিকন্দর ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
নবম ওভারে রাহুল চাহারের বলে ১টি ছক্কা মারেন ডেভন কনওয়ে। ওভারে মোট ১০ রান ওঠে। ৯ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ বিনা উইকেটে ৭৭ রান। কনওয়ে ৩৬ ও রুতুরাজ ৩৭ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন।
অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন সিকন্দর রাজা। তাঁর ওভারে ৫ রান সংগ্রহ করে চেন্নাই। ১টি চার মারেন কনওয়ে। ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৬৭ রান। রুতুরাজ ৩৪ ও কনওয়ে ২৯ রানে ব্যাট করছেন।
সপ্তম ওভারে রাহুল চাহার মাত্র ৫ রান খরচ করেন। ৭ ওভার শেষে সিএসকের
ষষ্ঠ ওভারে স্যাম কারানের বলে ২টি চার মারেন ডেভন কনওয়ে। ১টি চার মারেন গায়কোয়াড়। ওভারে ১৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। রুতুরাজ ২১ বলে ৩০ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ১৫ বলে ২৩ রান করেছেন ডেভন কনওয়ে। মেরেছেন ৫টি চার।
পঞ্চম ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় পঞ্জাব। বল করতে আসেন রাহুল চাহার। তাঁর ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। ওভারে ৯ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৪১ রান। রুতুরাজ ২৪ ও কনওয়ে ১৪ রানে ব্যাট করছেন।
চতুর্থ ওভারে বল করতে আসেন স্যাম কারান। তাঁর ওভারে মাত্র ৩ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৩২ রান। রুতুরাজ ১৬ ও কনওয়ে ১৩ রানে ব্যাট করছেন।
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন আর্শদীপ সিং। তাঁর বলে ২টি চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। ১টি চার মারেন কনওয়ে। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৯ রান। রুতুরাজ ১৪ ও কনওয়ে ১২ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। তাঁর ওভারে ২টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৬ রান।
যথারীতি ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। বোলিং শুরু করেন পঞ্জাবের আর্শদীপ সিং। একেবারে শুরুতেই ওয়াইড বল করেন আর্শদীপ। দ্বিতীয় বলে চার মারেন রুতুরাজ। প্রথম ওভারে ৭ রান ওঠে।
শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), অথর্ব টাইডে, লিয়াম লিভিংস্টোন, সিকন্দর রাজা, স্যাম কারান, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও আর্শদীপ সিং।
রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, আম্বাতি রায়াড়ু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মাথিসা পথিরানা, তুষার দেশপান্ডে ও মাহিশ থিকসানা।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, চিপকে রান তাড়া করবেন শিখর ধাওয়ানরা। গব্বর যদিও জানান যে, তিনিও টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন।
চিপকে পঞ্জাব কিংসকে বড়সড় ব্যবধানে হারাতে পারলে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে মহেন্দ্র সিং ধোনিদের সামনে। আপাতত ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে চেন্নাই। এই ম্যাচ জিতলে তাদের সংগ্রহে থাকবে গুজরাটের মতোই ১২ পয়েন্ট। সেক্ষেত্রে যাদের নেট রান-রেট বেশি হবে, তারা থাকবে শীর্ষে।
১. কেকেআরকে ৭ রানে হারিয়ে দেয়।
২. রাজস্থান রয়্যালসকে ৫ রানে পরাজিত করে।
৩. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৪. গুজরাট টাইটানসের কাছে ৬ উইকেটে হার মানে।
৫. লখনউ সুপার জায়ান্টসকে ২ উইকেটে পরাজিত করে।
৬. আরসিবির কাছে ২৪ রানে হেরে যায়।
৭. মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারিয়ে দেয়।
৮. লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫৬ রানে পরাজিত হয়।
১. গুজরাট টাইটানসের কাছে ৫ উইকেটে হেরে যায়।
২. লখনউ সুপার জায়ান্টসকে ১২ রানে হারিয়ে দেয়।
৩. মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে পরাজিত করে।
৪. রাজস্থান রয়্যালসের কাছে ৩ রানে হেরে যায়।
৫. আরসিবিকে ৮ রানে হারিয়ে দেয়।
৬. সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে পরাজিত করে।
৭. কেকেআরকে ৪৯ রানে হারিয়ে দেয়।
৮. রাজস্থান রয়্যালসের কাছে ৩২ রানে হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports