সবে মাত্র লিগের ৬২তম ম্যাচ খেলা হচ্ছে। এখনও লিগের ৮টি ও প্লে-অফের ৪টি ম্যাচ-সহ মোট ১২টি ম্যাচ খেলা হওয়া বাকি। তাতেই ছক্কা হাঁকানোর নিরিখে আগের ১৪টি মরশুমকে টপকে গেল আইপিএল ২০২২।
একটি আইপিএল মরশুমে সব থেকে বেশি ছক্কা চোখে পড়ে এবছরেই। ভেঙে যায় ২০১৮ সালের রেকর্ড। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইনস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেই নতুন মাইলস্টোন স্থাপিত হয়। চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা তাঁদের ইনিংসে মোট ৪টি ছক্কা হাঁকান। সেই সুবাদে এবছর আইপিএলে মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ৮৭৪টি।
আইপিএল ২০২২:- CSK vs GT: আইপিএলের মঞ্চে সাইমন্ডসকে শ্রদ্ধা চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের
২০১৮ আইপিএলের ৬০ ম্যাচে মোট ৮৭২টি ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটসম্যানরা। এতদিন সেটিই ছিল সর্বকালীন রেকর্ড। ২০১৯ আইপিএলের ৬০ ম্যাচে দেখা গিয়েছিল ৭৮৪টি ছক্কা। ২০২০ আইপিএলে দেখা যায় ৬০ ম্যাচে ৭৩৪টি ছক্কা। ২০১২ সালে ৭৫টি ম্যাচে ব্যাটসম্যানরা মোট ৭৩২টি ছক্কা হাঁকিয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।