1 মিনিটে পড়ুন Updated: 21 May 2023, 11:32 AM ISTTania Roy
ঘটনাটি ঘটেছিল প্রায় তিন সপ্তাহ হয়ে গেল। তা সত্ত্বেও নবীন এখনও উপহাসের পাত্র হয়ে থেকে গিয়েছে। তার থেকে ছাড় পেলেন না কলকাতাতে এসেও। কোহলির নামে স্লোগান শুনতে হল ইডেনেও।
বিরাট কোহলিকে ঘিরে বিতর্ক যে কিছুতেই পিছু ছাড়ছে না নবীন-উল-হকের। সম্ভবত অদূর ভবিষ্যতেও এই বিতর্ক তাঁর পিছন ছাড়বে না। বিরাটের সঙ্গে ঝামেলার পর থেকেই নবীন বিভিন্ন শহরে খেলতে গেলেই তাঁকে নানা কটাক্ষ সহ্য করতে হচ্ছে। এ বার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন কলকাতার দর্শকেরাও। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচেও কোহলির নামে স্লোগান শুনতে হল নবীন উল হককে। স্পষ্টতই এটা নবীনকে কটাক্ষ করে।
যদিও ঘটনাটি ঘটেছিল প্রায় তিন সপ্তাহ হয়ে গেল। তা সত্ত্বেও নবীন এখনও উপহাসের পাত্র হয়ে থেকে গিয়েছে। তার থেকে ছাড় পেলেন না কলকাতাতে এসেও। কলকাতায় কলকাতা নাইট রাইডার্সের রান তাড়ার সময়ে দ্বিতীয় ওভারে ঘটনাটি ঘটেছিল, যখন এলএসজি অধিনায়ক ক্রুনাল পাণ্ডিয়া নতুন বল নবীনের হাতে তুলে দেন। তিনি অফের বাইরে একটি শর্টার ডেলিভারি দিয়ে শুরু করেছিলেন এবং কেকেআর ব্যাটার জেসন রয় বলটি মারতে ব্যর্থ হন। কিন্তু পরের বলটিতে জেস রয় মিড-অনের দিকে একটি বাউন্ডারি হাঁকান। এর পরের বলটিতেই আবার ৮১ মিটার লম্বা ছক্কা হাঁকান। আর চতুর্থ বলে ফের বাউন্ডারি মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।