SRH vs RCB: চাহাল-নভদীপের ধাক্কায় ২৭ বলে ৯ উইকেট হারাল সানরাইজার্স, ১০ রানে জয় বিরাটদের
8 মিনিটে পড়ুন Updated: 21 Sep 2020, 11:55 PM ISTত্রয়োদশ আইপিএলের প্রথম দক্ষিণ ভারতীয় ডার্বিতে শেষ হাসি হাসল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

জনি বেয়ারস্টো আউট হতেই উইকেটের বাঁধ খুলে গিয়েছিল। তারপর আর দাঁড়াতেই পারল না সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ২৭ বলে ন'উইকেট হারালেন ডেভিড ওয়ার্নাররা। তার সৌজন্যে জয় দিয়ে ত্রয়োদশ আইপিএলের অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১০ রানে জিতলেন বিরাট কোহলিরা।
যুজবেন্দ্র চাহালের পাশাপাশি অসাধারণ বোলিং করলেন নভদীপ সাইনি। চার ওভারে ২৫ রান দিয়ে দু'উইকেট নেন তিনি। শেষ ওভারে ভুবনেশ্বর কুমার এবং রশিদ খানকে ক্লিন বোল্ড করেন। শুরুর দিকেও নভদীপের অতিরিক্ত গতিতে সমস্যায় পড়ছিলেন সানরাইজার্স ব্যাটসম্যানরা।
কোনও সন্দেহ ছিল না, কে ম্যাচের সেরা হবেন। প্রত্যাশা মতোই ম্যাচের সেরা হলেন যুজবেন্দ্র চাহাল। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। আর চাহালের তালিকায় আছেন - মণীশ পান্ডে, জনি বেয়ারস্টো এবং বিজয় শংকর। বেয়ারস্টোর উইকেটের পরেই খেলা ঘুরে যায়।
জনি বেয়ারস্টো আউট হতেই উইকেটের বাঁধ খুলে গিয়েছিল। তারপর আর দাঁড়াতেই পারল না সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ২৭ বলে ন'উইকেট হারালেন ডেভিড ওয়ার্নাররা। তার সৌজন্যে জয় দিয়ে ত্রয়োদশ আইপিএলের অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১০ রানে জিতলেন বিরাট কোহলিরা।
জেতার জন্য শেষ ওভারে সানরাইজার্সের চাই ১৮ রান। হাতে আছে এক উইকেট। বল করবেন ডেল স্টেইন।
শেষ ২০ বলে সাত উইকেট হারাল সানরাইজার্স। আউট হলেন মিচেল মার্শ। কার্যত দাঁড়ানোর মতো অবস্থায় ছিলেন না। তাও দলের জন্য মাঠে নেমেছিলেন। কিন্তু শূন্যে বল তুলে দাঁড়াতেও পারছিলেন না। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। ১৮.২ ওভারে সানরাইজার্সের স্কোর ন'উইকেটে ১৪৩ রান।
21 Sep 2020, 11:18 PM ISTনিজের চতুর্থ ওভারের শেষ বলেও উইকেট পেলেন নভদীপ সাইনি। রশিদ খানকে ক্লিন বোল্ড করলেন ভারতের উঠতি তারকা। ওভারের শুরুতে স্লেজ করেছিলেন সানরাইজার্সের স্কোর আট উইকেটে ১৪২ রান।
ক্লিন বোল্ড ভুবনেশ্বর কুমার। নভদীপ সাইনির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ভুবি।
21 Sep 2020, 11:07 PM IST১৭ তম ওভারের শেষ বলে চূড়ান্ত ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন অভিষেক শর্মা। শুধু তাই নয়, অভিষেকের সঙ্গে ধাক্কা লেগে মাঠে শুয়ে পড়েন রশিদ খান। ডিপ স্কোয়ারে বল ঠেলে দু'রানের জন্য দৌড়ান দুই ব্যাটসম্যান। কিন্তু দু'রান নেওয়ার সময় দু'জনেই বলের দিকে তাকাতে গিয়ে একই লাইনে চলে আসেন। পিচের মাঝ বরাবর দুজনের ধাক্কা লাগে। পড়ে যান রশিদ খান। বেশ কিছুক্ষণ সেভাবেই শুয়েছিলেন তিনি। তারপর অবশ্য উঠে দাঁড়ান রশিদ। ১৭ ওভারে সানরাইজার্সের স্কোর ছ'উইকেটে ১৩৫ রান। জয়ের জন্য চাই ১৮ বলে ২৯ রান।
সাত বলে তিন উইকেট হারাল সানরাইজার্স। এবার আউট হলেন প্রিয়ম গর্গ। বাজে শট নির্বাচনের খেসারত দিয়ে আউট হলেন। ১৬.৩ ওভারে অফ স্টাম্পের সামনে নড়াচড়া করছিলেন প্রিয়ম। কিপারের মাথার উপর দিয়ে স্কুপ করার চেষ্টা করছিলেন। কিন্তু ভালো কানেকশন হয়নি। বল প্রিয়মের বুকে লেগে স্টাম্পে লাগে। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রিয়ম। সানরাইজার্সের স্কোর চার উইকেটে ১২৯ রান।
21 Sep 2020, 10:55 PM ISTখুলে গেল সানরাইজার্সের বাঁধ। পরপর দু'বলে দু'উইকেট হারাল সানরাইজার্স। প্রথম বলেই বোল্ড হলেন বিজয় শংকর। চাহালের গুগুলি পড়তেই পারেননি তিনি। লেগ স্পিন হিসেবে খেলতে গিয়ে বোকা বনে যান।
প্রথম থেকেই ভালো বল করছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর চতুর্থ ওভারে বড় শট মারার প্রয়োজন ছিল না জনি বেয়ারস্টোর। ঠিক সেই ভুলটাই করলেন ইংরেজ ব্যাটসম্যান। অপরিণত শট মারতে গিয়ে নিজের ঘরের দরজা খুলেন দেন। বোল গিয়ে লাগে স্টাম্পে। ১৫.২ তম ওভারে সানরাইজার্সের স্কোর তিন উইকেটে ১২১। ৪৩ বলে ৬১ রান করেন বেয়ারস্টো।
21 Sep 2020, 10:44 PM IST১৪ তম ওভারেই ভাগ্যক্রমে বেঁচেছিলেন। সেই ওভারেই দুর্ধর্ষ শটে অর্ধশতরান পূরণ করলেন জনি বেয়ারস্টো। মিড উইকেট দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে অর্ধশতরান করেন তিনি।
বরাতজোরে বাঁচলেন জনি বেয়ারস্টো। ১৩.১ ওভারে বেয়ারস্টোর ব্যাটের উপরের দিকে লাগে উমেশ যাদবেব বল। ফাইন লেগে প্রথম থেকে বলের গতিপথ অনুমান করতে পারেননি ডেল স্টেইন। শেষপর্যন্ত বলের ধারেকাছেও পৌঁছাতে পারেননি।
21 Sep 2020, 10:30 PM ISTপ্রথম থেকেই ভালো বোলিং করছেন যুজবেন্দ্র চাহাল। অবশেষে তার পুরস্কার পেলেন। ১২ তম ওভারের শেষ বলে ফ্লাইট বল করেন চাহাল। বড় শট খেলতে যান মণীশ। কিন্তু ব্যাটের মধ্যিখানের ধারেকাছেও লাগেনি। লং-অফে কার্যত ক্যাচ ধরার অনুশীলন করেন নভদীপ সাইনি। ১২ ওভার শেষে সানরাইজার্সের স্কোর দু'উইকেটে ৮৯। আপাতত ভরসা জনি বেয়ারস্টো (৩৩ বলে ৪৩ রানে অপরাজিত)। জেতার জন্য আট ওভারে চাই ৭৫।
ন'ওভারে সানরাইজার্সের স্কোর এক উইকেটে ৭২ রান।
21 Sep 2020, 09:59 PM ISTপাওয়ার প্লে'তে ঝড় না তুললেও মোটামুটি গতিতে যাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। ছ'ওভার শেষে সানরাইজার্সের স্কোর এক উইকেটে ৪৮ রান।
ভালো শুরু ভারতের অন্যতম উঠতি তারকা নভদীপ সাইনি। প্রথম ওভারে মাত্র পাঁচ রান দেওয়ার পাশাপাশি দুরন্ত গতিতে বলে করেন তিনি। দুটি বলের গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার ছাড়িয়ে গেল। প্রথম বল ছাড়া প্রতিটি বলের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি ছিল।
21 Sep 2020, 09:38 PM ISTদুবাইয়েও ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর ধামাকা শুরু হয়েছিল। পরপর দু'বলে বাউন্ডারি মারেন বেয়ারস্টো। ১.৪ তম ওভারে উইকেটের সোজাসুজি জোরালে শট মেরেছিলেন। তাতে কোনওরকমে হাত লাগে উমেশ যাদবের। বল গিয়ে লাগে উইকেটে। ক্রিজের বাইরে ছিলেন ওয়ার্নার। দুর্ভাগ্যের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ওয়ার্নার (৬)। সানরাইজার্সের স্কোর এক উইকেটে ১৮ রান।
প্রথম ওভারে ছ'রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার (৬) এবং জনি বেয়ারস্টো (০)।
21 Sep 2020, 09:29 PM ISTরান তাড়া শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। ডেল স্টেইনের হাতে বল।
ভিন্টেজ ভুবনেশ্বর কুমার। এক প্রান্তে বেশিরভাগ বোলার মার খেলেও চার ওভারে মাত্র ২৫ রান দিলেন ভুবি। কোনও উইকেট পাননি তিনি। অভিষেকে দাগ কাটলেন টি নটরাজন। চার ওভারে ৩৪ রান দিয়ে এক উইকেট নেন তিনি।
21 Sep 2020, 09:14 PM ISTদুরন্ত শুরু করেছিলেন দেবদূত পাড়িক্কাল। তাঁকে যোগ্যসঙ্গত করছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু পরপর দু'ওভারে তাঁরা আউট হওয়ার পরে থমকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রানের গতি। রান পাননি বিরাট কোহলিও। শেষপর্যন্ত এবি ডি'ভিলিয়ার্সের অর্ধশতরানের সৌজন্যে পাঁচ উইকেটে ১৬৩ রান তুললেন বিরাটরা। প্রথমে ভালো শুরু না করলেও পরপর দু'উইকেট পাওয়ার পর ভালো প্রত্যাবর্তন করেন সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। বিশেষত একটা সময় ব্যাঙ্গালোরের স্কোর ১০.৫ ওভারে বিনা উইকেটে ৯০ ছিল। সেখান থেকে বিরাটদের ১৬৩ রানে আটকে দেওয়ায় নিশ্চিতভাবে খুশি হবেন ভি ভি লক্ষ্মণ। যিনি আগেই জানিয়েছিলেন, তাঁর বোলাররা ম্যাচে ফিরে আসতে পারবেন বলে আশা করছেন। ১.২ ওভারে ১৪ রানে এক উইকেট পান বিজয় শংকর।
নিজের কাছে স্ট্রাইক রাখার মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু মণীশ পান্ডের রকেট ও নিখুঁত থ্রোয়ের কাছে হার মানলেন এবি ডি'ভিলিয়ার্স। ৩০ বলে ৫১ রান করেছেন তিনি।
অর্ধশতরান পূরণ করলেন এবি ডি'ভিলিয়ার্স। মাত্র ২৯ বলেই সেই মাইলস্টোন পূরণ করেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ছক্কার ডবল সেঞ্চুরি করলেন এবি ডি'ভিলিয়ার্স। ১৮.৩ ওভারে এক্সট্রা কভারের উপর দিয়ে ছয় মারেন। পরের বলেই ২০১ তম ছক্কা মারেন এবি।
21 Sep 2020, 08:59 PM IST১৩ রানে ১৪ রান করে আউট হয়ে গেলেন অধিনায়ক বিরাট কোহলি। ১৫.৫ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর তিন উইকেটে ১২৩ রান। টি নটরাজনের ঢিমে গতির কাটারে বড় শট মারতে যান বিরাট। কিন্তু দীর্ঘতম বাউন্ডারি পারের আগেই লং অনে রশিদ খানের হাতে জমা পড়ে বিরাটের শট। স্বপ্নের অভিষেক বাঁ-হাতি বোলারের।
পরপর দু'বলে দু'উইকেট হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার আউট হলেন অ্যারন ফিঞ্চ। ১১.১ ওভারে অভিষেক শর্মার বলে এলবিডব্লুউ হলেন তিনি। ২৭ বলে ২৯ রান করেন অজি তারকা। ব্যাঙ্গালোরের স্কোর দু'উইকেটে ৯০ রান।
21 Sep 2020, 08:31 PM ISTদুরন্ত অর্ধশতরানের পর আউট হলেন দেবদূত পাড়িক্কাল। পরপর দু'ওভারে দু'বার ক্যাচ ফসকানোর পর কারোর উপর আর ভরসা করতে রাজি হননি বোলার। ক্লিন বোল্ড করেন বিজয় শংকর। ১১ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর এক উইকেটে ৯০। ৪২ বলে ৫৬ রান করেন পাড়িক্কাল।
আইপিএলের অভিষেকেই অর্ধশতরান করলেন দেবদূত পাড়িক্কাল। ৯.৩ ওভারে অভিষেক শর্মার বলে স্লগ সুইপ মারেন তরুণ ব্যাটসম্যান। স্কোয়ারের পিছন দিকে দাঁড়িয়ে থাকা রশিদ খান পুরোপুরি ভুল বিচার করেন। শেষপর্যন্ত বল রশিদের পিছনে পড়ে। তা চার হয়ে যায়। এর আগে, প্রথম শ্রেণি (৭ এবং ৭৭), লিস্ট এ (৫৮), টি-টোয়েন্টি (অপরাজিত ৫৩) অভিষেকেও অর্ধশতরান করেছেন পাড়িক্কাল।
21 Sep 2020, 08:18 PM ISTন'ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর বিনা উইকেটে ৭৫ রান। ৪৩ রানে অপরাজিত দেবদূত পাড়িক্কাল । অ্যারন ফিঞ্চ করেছেন ২৭ রান।
শেষ পাওয়ার-প্লে। ছ'ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর বিনা উইকেটে ৫৩। ৩৭ রানে অপরাজিত দেবদূত পাড়িক্কাল । অ্যারন ফিঞ্চ করেছেন ১২ রান।
21 Sep 2020, 07:56 PM ISTশুরুতেই বড় ধাক্কা খেল সানরাইজার্স। চার বল করেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছড়ালেন মিচেল মার্শ। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে চোট পান অজি তারকা। আরও দুটি বল করেন। তারপর আর বল করতে পারেননি। তাঁর ওভার শেষ করছেন বিজয় শংকর।
'দারুণ প্রতিভা'। দেবদূত পাড়িক্কাল মুগ্ধ বিশেষজ্ঞরা। ইতিমধ্যে পিচের দু'দিকেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন কর্নাটকের ব্যাটসম্যান। চার ওভার শেষে ব্যাঙ্গালোরের রান বিনা উইকেটে ৩২। একা পাড়িক্কাল করেছেন ২৯ রান।
21 Sep 2020, 07:41 PM ISTভালো শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একই ওভারে দুটি মারলেন বাউন্ডারি দেবদূত পাড়িক্কাল।
চূড়ান্ত আত্মবিশ্বাসের নির্দেশন। সন্দীপ শর্মার বলে এগিয়ে এসে ওয়াইড মিড-অন দিয়ে চার মারলেন দেবদূত পাড়িক্কাল।
21 Sep 2020, 07:35 PM ISTপ্রথম ওভারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর বিনা উইকেটে ২। এক রান করেছেন দেবদূত পাড়িক্কাল। এখনও খাতা খোলেননি অ্যারন ফিঞ্চ।
আইপিএলের ইতিহাসে প্রথম রান করলেন দেবদূত পাড়িক্কাল।
21 Sep 2020, 07:30 PM ISTশুরু দক্ষিণ ভারতের ডার্বি। ওপেন করছেন না বিরাট কোহলি। নেমেছেন অ্যারন ফিঞ্চ ও দেবদূত পাড়িক্কাল। বল হাতে শুরু করলেন ভুবনেশ্বর কুমার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম একাদশ : অ্যারন ফিঞ্চ, দেবদূত পাড়িক্কাল, বিরাট কোহলি, জোস ফিলিপে, এবি ডি'ভিলিয়ার্স, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, নভদীপ সাইনি, ডেল স্টেইন, যুজবেন্দ্র চহাল। মিডল অর্ডারে অভিজ্ঞতার অভাব রয়েছে বিরাটদের। বিশেষত ক্রিস মরিসের পরিবর্তে ফিলিপে দলে থাকায় ভ্রূ কুঁচকেছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের। অভিষেক করছেন দেবদূত পাড়িক্কাল। ব্যাঙ্গালোরের হয়ে তিনজন অভিষেক করছেন - ফিঞ্চ, পাড়িক্কাল ও ফিলিপে।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, বিজয় শংকর, মিচেল মার্শ, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও টি নটরাজন। দলে সুযোগ পাননি কেন উইলিয়ামসন।
বিরাট কোহলি : দল ও দলের সেটআপে আমরা কয়েকটি পরিবর্তন করেছি। আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি। ভারসাম্যও আছে। এই সময়ে আরও নেতা তৈরি করা একটা চিন্তাভাবনা ছিল।
21 Sep 2020, 07:01 PM ISTদুবাইয়ের দক্ষিণ ভারতীয় ডার্বিতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ।
ভি ভি এস লক্ষ্মণের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা সারছেন ডেভিড ওয়ার্নার।
খেলা শুরুর আগে মাঠে ঢোকেন বিরাট কোহলি। সেখানে সাইমন কাটিচের সঙ্গে তাঁকে কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায়।
কখন, কোন চ্যানেলে দেখবেন ডার্বি? অনলাইনে কোথায় দেখবেন? জানতে এখানে ক্লিক করুন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports