IPL 2020: টি-টোয়েন্টির ব্র্যাডম্যান হলেন ক্রিস গেইল, প্রশংসায় পঞ্চমুখ বীরেন্দ্র সেহওয়াগ
1 মিনিটে পড়ুন Updated: 01 Nov 2020, 01:27 PM ISTগেইলের প্রশংসায় পঞ্চমুখ সেহওয়াগ।

শুভব্রত মুখার্জি
‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের ৪১ বসন্ত পার হয়ে গিয়েছে। এত বছর পেরোলেও তাঁর ব্যাটিংয়ে কোন প্রভাব সেভাবে পড়েনি। দিন যত পেরিয়েছে, ব্যাট হাতে তত ক্ষুরধার হয়েছেন তিনি। তাঁর ছয় হাঁকানোর ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ক্রিস গেইল মানেই যেন অবিশ্বাস্য চোখ ধাঁধানো সব শটে একের পর এক রেকর্ড। শুক্রবার টি-২০ ক্রিকেটে অসাধারণ এক একটি কীর্তি গড়েছেন ক্রিস গেইল।
(আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দু'বার ৯৯ রান করা প্রথম ব্যাটসম্যান হয়েছেন। এছাড়াও এক অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। টি-২০ ক্রিকেটে ১,০০০ ছক্কার মাইলফলক স্পর্শ করা প্রথম ব্যক্তি তিনি। আর এই অবিশ্বাস্য রেকর্ড করার পরেই বইছে গেইল-স্তুতির বন্যা। তাতে যোগদান করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগও।
আরও পড়ুন : টি-টোয়েন্টিতে ১,০০০ ছক্কা পার গেইলের, সর্বাধিকের তালিকায় প্রথম পাঁচে আছেন ২ নাইট
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus