India vs West Indies 100th Test: অবাক করা মিল চোখে পড়ল সুনীল গাভাসকর ও বিরাট কোহলির মধ্যে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ৫০তম টেস্টে সুনীল গাভারকর যেরকম পারফর্ম্যান্স উপহার দেন এবং যে দুর্দান্ত রেকর্ড গড়েন, দু'দেশের ১০০তম টেস্টে বিরাট কোহলি ঠিক সেই রকম পারফর্ম্যান্স উপহার দিয়ে সেই একই নজির গড়লেন।
বিরাট কোহলি ও সুনীল গাভাসকর। ছবি- টুইটার/গেটি।
১৯৮৩ সাল ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে প্রথমবার বিশ্বকাপ জয়ের জন্য। তবে ক্রিকেটপ্রেমীদের এটা মনে রাখা মুশকিল যে, সেই বছরেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ উভয় দল নিজেদের মধ্যে ৫০তম টেস্ট ম্যাচে মাঠে নামে।
১৯৪৮ সালে দিল্লিতে প্রথমবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ বছর পরে সেই দিল্লিতেই দু'দল ৫০তম টেস্টে সম্মুখমরে নামে। এবার ৭৫ বছর পরে পোর্ট অফ স্পেনে দু'দল খেলতে নামে নিজেদের মধ্যে ১০০তম টেস্ট।
উল্লেখযোগ্য বিষয় হল, ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৫০ ও ১০০তম টেস্ট ম্যাচের মধ্যে অদ্ভুত একটা মিল চোখে পড়ে। ৫০তম ম্য়াচে সুনীল গাভাসকর যে কৃতিত্ব অর্জন করেন, ১০০তম ম্যাচে বিরাট কোহলি হুবহু তার পুনরাবৃত্তি ঘটান।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৫০তম টেস্ট: ১৯৮৩ সালে দিল্লির সেই ম্যাচে সুনীল গাভাসকর কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানের নজির ছুঁয়ে ফেলেন। সেই টেস্টের প্রথম ইনিংসে সুনীল গাভাসকর ১২১ রান করে আউট হন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের ১০০তম টেস্ট: এবার ত্রিনিদাদের চলতি ম্য়াচে বিরাট কোহলি কেরিয়ারের ২৯তম টেস্ট সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলেন। কাকতলীয় বিষয় হল, কোহলি এই টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ১২১ রানে আউট হন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাইলস্টোন টেস্টে সর্বদাই উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটে। দু'দেশের মধ্যে ২৫তম টেস্ট খেলা হয়েছিল পোর্ট অফ স্পেনে। ১৯৭১ সালের সেই টেস্টে ভারত জয় তুলে নেয়। সেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়।
২০০২ সালে কিংস্টোনে দু'দেশ নিজেদের মধ্যে ৭৫তম টেস্ট ম্যাচে মাঠে নামে। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত করে ভারতকে। সেটিই ছিল ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের শেষবার টেস্ট জয়। তার পর থেকে এখনও পর্যন্ত ২১ বছরে এই নিয়ে মোট ২৫টি টেস্ট খেলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। চলতি টেস্ট বাদ দিলে ২৪টি ম্যাচে ভারত অপরাজিত রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ একটিও ম্যাচে হারাতে পারেনি টিম ইন্ডিয়াকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।