IND-A vs PAK-A, Emerging Asia Cup 2023: ৮০ বল বাকি থাকতে ৮ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। সেই সঙ্গে গ্রুপ লিগে ভারত অপরাজিত থেকেই সেমিফাইনালে গেল। ৬ পয়েন্ট নিয়ে তারা তাদের গ্রুপের শীর্ষস্থানও দখল করল। পাকিস্তান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল। তবে পাক ব্রিগেডও ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।
২০৬ রান তাড়া করছে ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একশো হওয়ার আগেই ৯৫ রানে তারা ৬ উইকেট হারিয়ে বসে থাকে। তবে সপ্তম উইকেটে কাসিম আক্রম-মুবাশির খানের হাত ধরে পাকিস্তান কিছুটা লড়াই করার চেষ্টা করছে। তারা সপ্তম উইকেটে ৫৩ রান করে। তবে নিশান্ত সিন্ধুর বলে এলবিডব্লিউ হন মুবাশির। চারটি চারের সাহায্যে ৩৮ বলে ২৮ করে সাজঘরে ফেরেন তিনি। এর পর অষ্টম উইকেটে ৪৩ রান যোগ করে কাসিম আক্রম-মেহরান মুমতাজ জুটি। তবে হাঙ্গার্গেকরের বলে ৫টি চারের সাহায্যে ৬৩ বলে ৪৮ করে সাজঘরে ফেরেন কাসিম আক্রম। এই জুটি ভাঙতেই আর বেশীক্ষণ গড়ায়নি পাকিস্তানের ইনিংস। ৪৮ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায় তারা।
এদিকে ২৬ বলে ২৫ করে অপরাজিত থাকেন মেহরান। এছাড়া হাসিবুল্লাহ ৫৫ বলে ২৭ করেছিলেন। ওপেন করতে নেমে ফারহান করেছিলেন ৩৬ বলে ৩৫ রাম। এর বাইরে কেউ ২০ রানের গণ্ডি টপকাননি। ভারতের হয়ে হাঙ্গার্গেকর ৫ উইকেট তুলে নেন। ৩ উইকেট নেন মানব সুতার। ১টি করে উইকেট নিয়েছেন নিশান্ত সিন্ধু এবং রিয়ান পরাগ।
পাকিস্তানের দেওয়া ২০৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। যার নিটফল, ৩৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। যে পিচে ব্যাট করতে নেমে পাকিস্তানকে বেশ বেকায়দায় মনে হয়েছিল, সেখানে দাপটের সঙ্গেই ব্যাট করতে ভারত। প্রথম উইকেটে অভিষেক শর্মা-সাই সুদর্শন মিলে ৫৮ রানের পার্টনারশিপ করে। ২৮ বলে ২০ করে আউট হলে অভিষেক। এর পর নিকিন জোসকে নিয়ে সুদর্শন স্কোরবোর্ডে আরও ৯৯ রান যোগ করেন। ৬৪ বলে ৫৩ রান করে আউট হন নিকিন। তবে শেষ পর্যন্ত টিকে থেকে নিজে সেঞ্চুরি পূরণ করার পাশাপাশি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাই সুদর্শন। যশ ধুলকে নিয়ে তৃতীয় উইকেটেও তিনি ৫৩ রানের জুটি গড়েন। যশ ধুল অপরাজিত থাকেন ১৯ বলে ২১ করে। আর সুদর্শন ১১০ বলে ১০৪ রানের দুরন্ত একটি অপরাজিত ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে ১টি উইকেট নিয়েছেন মুবাশির এবং মেহরান।
19 Jul 2023, 08:34 PM IST
৮০ বল বাকি থাকতেই ৮ উইকেটে বড় জয় ভারতের
এক কথায় পাকিস্তানকে গোহারান হারাল ভারত। ৮০ বল বাকিত থাকতে ৮ উইকেটে বড় জয় ছিনিয়ে নিল ভারত। ৩৭তম ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে পরপর দু'টি ছক্কা হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করার পাশাপাশি ভারতকে সহজ জয় এনে দেন সাই সুদর্শন। ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে তিনটি ছক্কা এবং দশটি চার। ভারত অধিনায়ক যশ ধুল ১৯ বলে ২১ করে অপরাজিত থাকেন। ৩৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২১০ রান করে ভারত।
19 Jul 2023, 08:28 PM IST
৩৫ ওভারে ১৯১ রান ভারতের
ভারতের ২ উইকেট পড়ে গিয়েছে। কিন্তু তারা জয়ের লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছে। ৩৫ ওভার শেষে ২ উইকেটে ১৯১ রান করে ফেলেছে ভারত। আর ১৫ রান বাকি ভারতের। ১০২ বলে ৮৬ রান করে ফেলেছে সুদর্শন। ১৭ বলে ২০ রান যশ ধুলের।
19 Jul 2023, 08:10 PM IST
১৫০ রান পার করার পর আউট হলেন নিকিন
২৯ ওভারেই হাফসেঞ্চুরি করে ফেলেছিল ভারত। এর পর ৩১তম ওভারের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন নিকিন। দ্বিতীয় উইকেটে নিকিন-সুন্দর মিলে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন। ৬৪ বলে ৫৩ করে মেহরানের বলে হারিসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিকিন। ৩১ ওভার শেষে ২ উইকেটে ১৫৭ রান ভারতের। ৯১ বলে ৭৪ করেছেন সুদর্শন। নিকিনের পরিবর্তে নামা যশ ধুল ৪ বল খেললেও রানের খাতা খোলেননি।
19 Jul 2023, 07:57 PM IST
নো-বল মুবাশিরের, প্রাণে বাঁচলেন সুদর্শন
২৮তম ওভারের চতুর্থ বলে মুবাশির আউট করেন সুদর্শনকে। উইকেটকিপার ক্যাচ ধরেন। কিন্তু এই আউট নিয়ে তীব্র আপত্তি জানান সুদর্শন। ফিল্ড আম্পায়ার সম্ভবত কিছুটা দ্বিধায় ছিলেন। যে কারমে দেরী করে আঙুল তোলেন ফিল্ড আম্পায়ার। তবে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত গেলে, এটি নো-বল দেন তিনি। প্রাণে বাঁচেন সুদর্শন। ২৮ ওভার শেষে ১ উইকেটে ১৪৪ রান ভারতের। ৮৩ বলে ৬৮ রান সুদর্শনের। ৫৮ বলে ৫০ রান নিকিনের।
19 Jul 2023, 07:52 PM IST
নিকিনের হাফসেঞ্চুরি
২৮তম ওভারের দ্বিতীয় বলে হাফসেঞ্চুরি পূরণ করেন নিকিন। ৫৮ বলে ৫০ পূর্ণ করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার।
19 Jul 2023, 07:50 PM IST
২৫ ওভারে ১২৫ রান ভারতের
২৫ ওভার শেষ। ভারত ১ উইকেট হারিয়ে ১২৫ রান করে ফেলেছে। ৭২ বলে ৫৯ রান সুদর্শনের। ৫০ বলে ৪১ রান নিকিনের।
19 Jul 2023, 07:20 PM IST
সুদর্শনের হাফসেঞ্চুরি, ভারতের শতরান পূরণ
১৯তম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন সাই সুদর্শন। ৫৪ বলে তিনি ৫০ পূরণ করেন। তাঁর এই ইনিংসে রয়েছে সাতটি চার এবং একটি ছয়। সেই সঙ্গে ভারতও ১০০ রান টপকে যায়। ১৯ ওভার শেষে ১ উইকেটে ভারতের সংগ্রহ ১০৩ রান। সুদর্শন করেছেন ৫৬ বলে ৫১ রান। ৩০ বলে ২৮ রান নিকিনের।
19 Jul 2023, 07:04 PM IST
১৫ ওভারে ভারতের সংগ্রহ ৭৭/১
১৫ ওভার হয়ে গিয়েছে। ভারতের সংগ্রহ ১ উইকেটে ৭৭ রান। অভিষেক আউট হওয়ার পরে সাই সুদর্শন এবং নিকিন জোস মিলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে চলেছে। ৪৪ বলে ৪১ করে ফেলেছেন সুদর্শন। নিকিনের সংগ্রহ ১৮ বলে ১৩ রান।
19 Jul 2023, 06:50 PM IST
প্রথম ধাক্কা খেল ভারত
১২তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরলেন অভিষেক শর্মাষ মুবাশির খানের বলে ২৮ বলে ২০ করে বোল্ড হন অভিষেক। মেরেছেন চারটি চার। ক্রিজে এসেছেন নতুন ব্যাটাক নিকিন জোস। ১২ ওভার শেষে ১ উইকেটে ৫৯ রান ভারতের। ৪১ বলে ৩৮ রান সুদর্শনের। ৩ বলে ১ রান নিকিনের।
19 Jul 2023, 06:46 PM IST
ভারতের হাফসেঞ্চুরি
১০ ওভারেই ভারত ৫০ পার করে গেল। ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৫২ রান টিম ইন্ডিয়ার। ২৫ বলে ১৯ রান অভিষেকের। ৩৫ বলে ৩৩ রান সাই সুদর্শনের।
19 Jul 2023, 06:21 PM IST
৫ ওভারে ৩২ ভারতের
৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৩২ করে ফেলল ভারত। শুরুটা অভিষেক এবং সুদর্শন বেশ ভালো করেছেন। ১৬ বলে ১৩ রান অভিষেকের। ১৪ বলে ১৯ রান সাই সুদর্শনের।
19 Jul 2023, 06:14 PM IST
আত্মবিশ্বাসী শুরু অভিষেক-সুদর্শনের
২ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ২০ রান। প্রথম ওভারে হয়েছিল ৮ রান। দ্বিতীয় ওভার আসে আরও ১২ রান। এই ওভারে অভিশেক পাকিস্তানের তারকা বোলার দাহানিকে তিনটি চার মারেন। ৬ বলে ১২ রান অভিষেকের। ৬ বল খেলে ৮ করেছেন সাই সুদর্শন।
19 Jul 2023, 05:59 PM IST
রান তাড়া করা শুরু ভারতের
২০৬ রানের লক্ষ্যে রান তাড়া করা শুরু করে দিল ভারত। পারবে টিম ইন্ডিয়ার জুনিয়ররা পাকিস্তানকে হারাতে?
19 Jul 2023, 05:36 PM IST
২০৫ রানে অলআউট পাকিস্তান
২ ওভার বাকি থাকতেই ২০৫ রানে পাকিস্তানকে অলআউট করে দিল হাঙ্গার্গেকর। ৪৮তম ওভারে ৮ রান দিলেও, ২ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় বলে মহম্মদ ওয়াসিম ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। হাঙ্গার্গেকরের বলে ক্যাচ দেন নিকিনকে। আর শেষ বলে দাহানিকে ফেরান তিনি। হাঙ্গার্গেকরের বলে ক্যাচ ধরে ধ্রুব জুরেল। ৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন দাহানি। ২৬ বলে ২৫ করে অপরাজিত থাকেন মেহরান। জিততে হলে ভারতকে নির্দিষ্ট ৫০ ওভারে ২০৬ রান করতে হবে।
19 Jul 2023, 05:26 PM IST
২০০ রান পূরণ পাকিস্তানের
৪৮ ওভারের প্রথম বলেই হাঙ্গার্গেকরের স্কুপ শটে বাউন্ডারি হাঁকিয়ে দলের ২০০ রান পূরণ করে ফেললেন ওয়াসিম। ২০১ রান পাকিস্তানের। ৬ বলে ৮ রান রান ওয়াসিমের। ২৬ বলে ২৫ রান মেহরানের।
19 Jul 2023, 05:23 PM IST
আক্রমকে ফেরালেন হাঙ্গার্গেকর
মাত্র ২ রানের জন্য হাফসেঞ্চুরি হল না কাসিম আক্রমের। হাঙ্গার্গেকরের বলে হর্ষিত রানাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন আক্রম। ৫টি চার হাঁকিয়ে ৬৩ বলে ৪৮ করেন তিনি। ৪৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৯২ রান। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার মহম্মদ ওয়াসিম। ২বল খেলে তিনি ১ রান করেছেন। মেহরান ২৩ বলে ২৩ করে লড়াই চালাচ্ছেন।
19 Jul 2023, 05:15 PM IST
আক্রমণাত্মক মেজাজে আক্রম-মেহরান
বেশ আক্রমণাত্মক মেজাজে রয়েছেন আক্রম-মেহরান। অষ্টম উইকেটে তারা পাকিস্তানকে ভালো জায়গা নিয়ে যাওয়ার পথে। ৪৫ ওভার শেষে সপ্তম ওভারে ইতিমধ্যে ১৯০ রান করে ফেলেছে পাকিস্তান। ৬০ বলে ৪৮ করে লড়াই চালাচ্ছেন কাসিম আক্রম। ২২ বলে ২২ রান মেহরানের। এই জুটি অষ্টম উইকেটে ইতিমধ্যে ৪২ রান যোগ করে ফেলেছে।
19 Jul 2023, 04:47 PM IST
৪০ ওভারে সংগ্রহ ১৫৩/৭
৪০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৩ রান করে ফেলেছে পাকিস্তান। ৩৯ ওভারেই তারা ১৫০ করেছিল। মেহরান ৮ বলে ৩ রান করে ক্রিজে রয়েছেন। কাসিমের সংগ্রহ ৪৪ বলে অপরাজিত ৩১ রান।
19 Jul 2023, 04:42 PM IST
সপ্তম উইকেট হারাল পাকিস্তান
কাসিম-মুবাশিরের জুটি ভাঙলেন নিশান্ত সিন্ধু। সেই সঙ্গে পাকিস্তান সপ্তম উইকেট হারাল। সপ্তম উইকেটে ৫৩ রান যোগ করে পাকিস্তানকে অক্সিজেন দিয়েছিল এই জুটি। তবে মুবাশিরকে এলবিডব্লিউ করেন নিশান্ত। চারটি চারের সাহায্যে ৩৮ বলে ২৮ করে সাজঘরে ফিরলেন মুবাশির। ক্রিজে এসেছেন মেহরান মুমতাজ। তিনি ১ বলে খেললেও রানের খাতা খোলেননি। কাসিম ৩৯ বলে ২৯ রান করেছেন। ৩৮ ওভার শেষে সাত উইকেটে ১৪৮ রান পাকিস্তানের।
19 Jul 2023, 04:33 PM IST
কিছুটা হাল ধরেছেন কাসিম-মুবাশির
সপ্তম উইকেটে কাসিম-মুবাশিরের হাত ধরে পাকিস্তান কিছুটা লড়াই করার চেষ্টা করছে। তারা ইতিমধ্যে সপ্তম উইকেটে ৪০ রান করে ফেলেছে। ৩৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫ রান। ২৬ বলে ১৭ রান করেছেন মুবাশির। ৩৪ বলে ২৭ করেছেন কাসিম।
19 Jul 2023, 04:07 PM IST
৩০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১০৯/৬
৩০-তম ওভার হল ৭ রান। ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১০৯ রান। ক্রিজে রয়েছেন মুবাশির (১০ বলে ৩ রান) এবং কাসিম (২০ বলে ১৫ রান)।
19 Jul 2023, 04:04 PM IST
সেঞ্চুরি করল পাকিস্তান
অবশেষে ২৮ ওভারে সেঞ্চুরি করল পাকিস্তান। তবে ইতিমধ্যে তারা ৬ উইকেট হারিয়ে বসে রয়েছে। ২৮ ওভার শেষে ১০১ রান তাদের। ক্রিজে রয়েছেন মুবাশির (১ বলে ০ রান) এবং কাসিম (১৩ বলে ১০ রান)।
19 Jul 2023, 04:00 PM IST
আউট হলেন পাক অধিনায়ক
পাকিস্তান নিজেদের ৯৫ রানের মাথায় হারাল অধিনায়ককে। সেই সঙ্গে ১০০ রানের আগে ষষ্ঠ উইকেট হারিয়ে তারা মারাত্মক চাপে পড়ে গেল। মানব সুতারের বলে ১৩ বলে ১৪ রান করে যশ ধুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হারিস। ২৭ ওভার শেষে ৬ উইকেটে ৯৫ রান পাকিস্তানের। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার মুবাশির খান। তিনি ১ বল খেললেও রানের খাতা খোলেননি। কাসিমের ১১ বলে ৪ রান।
19 Jul 2023, 03:54 PM IST
২৫ ওভারেও ১০০ পার করতে পারল না পাকিস্তান
২৫ ওভার হয়ে গেল। এখনও ১০০ রান হয়নি। ২৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৮৭ রান। ৬ বলে ৯ রান হারিসের। ৭ বলে ১ রান কাসিমের।
19 Jul 2023, 03:51 PM IST
কামরানের পরে হাসিবুল্লাহকে ফেরালেন সুতার
একই ওভারে ২ উইকেট নিলেন সুতার। ২৩-তম ওভারের চতুর্থ বলে ফারহানকে ফেরানোর পর ষষ্ঠ বলে তিনি বোল্ড করেন হাসিবুল্লাহকে। ২৩ ওভার শেষে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। ক্রিজে এলেন নতুন ব্যাটার কাসিম আক্রম। ১ বল ১ রান করে ক্রিজে আছেন হারিস।
19 Jul 2023, 03:47 PM IST
চতুর্থ উইকেট হারাল পাকিস্তান
দলের ৭৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল পাকিস্তান। সুতারের বলে জুরেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কামরান। ২টি চারের হাত ধরে ৩১ বলে ১৫ করে আউট হলেন কামরান। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার মহম্মদ হারিস।
19 Jul 2023, 03:39 PM IST
২০ ওভারে ৭০ রান পাকিস্তানের
২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান করে ফেলেছে পাকিস্তান। ২৫ বলে ১৫ করে অপরাজিত রয়েছেন কামরান। হাসিবুল্লাহ ৫০ বলে ২৫ রান করেছন।
19 Jul 2023, 03:26 PM IST
হাফসেঞ্চুরি করল পাকিস্তান
১৪তম ওভারে ৩ উইকেট হারালেও পাকিস্তান হাফসেঞ্চুরি করে ফেলল। ১৪ ওভার শেষে ৩ উইকেটে পাকিস্তান করেছে ৫০ রান। হাসিবুল্লাহর সংগ্রহ ৩০ বলে ১৪ রান। ৩ বলে ১ রান করেছেন কামরান।
19 Jul 2023, 03:11 PM IST
তৃতীয় উইকেট হারাল পাকিস্তান
ওপেন করতে নেমে ফারহানই হাল ধরে রেখেছিলেন পাকিস্তানের ব্যাটিংয়ের। নড়বড়ে জায়গা থেকে তিনি লড়াই করে চলেছিলেন। ৩৫ রানও করে ফেলেছিলেন। কিন্তু ১৩-তম ওভারে চতুর্থ বলে সাজঘরে ফিরলেন ফারহান। ৩৬ বলে ৩৫ করে রিয়ান পরাগের বলে নীতিশ কুমারের হাতে ক্যাচ দেন ফারহান। তাঁর ৩৫ রানের ইনিংসে রয়েছে ৮টি চার। ফারহানের পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার কামরান গুলাম। ১৩ ওভার শেষে ৩ উইকেটে ৪৫ রান পাকিস্তানের। ২৫ বলে ১০ রান হাসিবুল্লাহ। কামরানের সংগ্রহ ২ বলে শূন্য রান।
19 Jul 2023, 02:59 PM IST
১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪০/২
১০ ওভার শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৪০ রান করে ফেলেছে। ফারহান ২৮ বলে ৩১ রান করে ফেলেছেন। হাসিবুল্লাহ ১৭ বলে ৯ রান করেছেন।
19 Jul 2023, 02:40 PM IST
পাওয়ার প্লে-তে পাকিস্তানের সংগ্রহ ২২/২
ষষ্ঠ ওভারে হাঙ্গার্গেকরকে তিনটি চার মারলেন ফারহান। সেই সঙ্গে এই ওভারে এল ১৩ রান। পাওয়াপ প্লে-তে পাকিস্তানের সংগ্রহ ২২/২। ফারহানের সংগ্রহ ২২ বলে ২৫ রান। হাসিবুল্লাহ করেছেন ৫ বলে ২ রান।
19 Jul 2023, 02:35 PM IST
হাঙ্গার্গেকরের দুরন্ত বোলিং, দ্বিতীয় উইকেট পড়ল পাকিস্তানের
চতুর্থ ওভারের শেষ বলে ফের ধাক্কা খেল পাকিস্তান। আয়ুবের মতোই কোনও রান না করে সাজঘরে ফিরলেন ওমের ইউসুফ। হাঙ্গার্গেকরের বলে একই ভাবে ক্যাচ তোলেন ওমেন। ক্যাচ ধরে ভারতের উইকেটকিপার জুরেলই। চার ওভার শেষে ২ উইকেটে ৯ রান পাকিস্তানের। ফারহানের সংগ্রহ ৯ বলে ৯ রান। ওমেরের পরিবর্তে ক্রিজে এসেছেন হাসিবুল্লাহ খান।
19 Jul 2023, 02:30 PM IST
চতুর্থ ওভারেই ধাক্কা খেল পাকিস্তান
দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আয়ুবের ক্যাচ ফেলেছিলেন রিয়ান পরাগ। কিন্তু চতুর্থ ওভারে আর কোনও ভুল হয়নি। এবার আয়ুবের ক্যাচ নিলেন উইকেটকিপার জুরেল। আগের বারও হাঙ্গার্গেকরের বলেই ক্যাচ তুলেছিলেন। এবারও সেই আয়ুবকে ফেরালেন হাঙ্গার্গেকরই। ১১ বল খেলে শূন্যতে আউট হলেন আয়ুব। ৩.২ ওভারে ১ উইকেটে ৯ রান পাকিস্তানের। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার ওমের ইউসুফ।
19 Jul 2023, 02:14 PM IST
দ্বিতীয় ওভারে রানের খাতা খুলল পাকিস্তান
হাঙ্গার্গেকর দ্বিতীয় ওভারে দিলেন ৫ রান। তবে এই ওভারে স্লিভে ক্যাচ তুলেছিলেন আয়ুব। সহজ ক্যাচ ছিল। কিন্তু প্রথম স্লিপে সহজ ক্যাচ মিস করেন রিয়ান পরাগ। দ্বিতীয় ওভারে পাকিস্তান করল বিনা উইকেটে ৫ রান। ৩ বলে ৫ রান করেছেন ফারহান। আয়ুব ৯ বল খেললেও রানের খাতা খোলেননি।
19 Jul 2023, 02:07 PM IST
প্রথম ওভারই মেডেন দিলেন রানা
প্রথম ওভারেই মেডেন দিলেন হর্ষিত রানা। সাইম আয়ুব ৬ বল খেলে কোনও রান নিতে পারেননি।
19 Jul 2023, 02:03 PM IST
খেলা শুরু
পাকিস্তান ব্যাট করতে নেমেছে। ওপেন করেছেন সাইম আয়ুব এবং সাহিবজাদা ফারহান।
টস জিতে ব্যাটিং নিল পাকিস্তান। ভারত ফিল্ডিং করবে প্রথমে। ভারতের লক্ষ্য হবে পাকিস্তানকে কম রানে আটকে দেওয়া। যদিও ভারতের বোলাররা ভালো ছন্দে রয়েছে। তবে তাঁদের আসল চ্যালেঞ্জ এবার পাকিস্তানের বিরুদ্ধে।
19 Jul 2023, 12:30 PM IST
পাকিস্তানের পারফরম্যান্স
পাকিস্তানও গ্রুপ পর্বের আগের দু'টি ম্যাচ জিতে সেমিতে পৌঁছে গিয়েছে। গ্রুপের তৃতীয় তথা শেষ ম্যাচে তারা ভারতের মুখোমুখি হচ্ছে। এর আগে নেপালকে ৪ উইকেটে হারিয়েছিল। আর আমিরশাহিকে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
19 Jul 2023, 12:30 PM IST
ভারতের ফল
এমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বের পরপর দুই ম্যাচে জয় পেয়েছে ভারতীয় এ দল। প্রথম ম্যাচে সংযুূক্ত আরব আমিরশাহিকে হারানোর পর নেপালকেও ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অপেক্ষা এ বার পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করা। ভারত নিঃসন্দেহে দুরন্ত ছন্দে রয়েছে। দেখার, দাদাদের আগে ভাইরা পাকিস্তানকে হারিয়ে বছরের শুভ সূচনা করতে পারে কিনা!
19 Jul 2023, 12:30 PM IST
সম্মানরক্ষার লড়াই
ছেলেদের ক্রিকেটে এই বছর প্রথম মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তবে সিনিয়র দল নয়। দুই দেশের ‘এ’ দল মুখোমুখি হচ্ছে। এমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচেই দুই দল মুখোমুখি হতে চলেছে। এর পরে সিনিয়র দলের এশিয়া কাপ এবং ওয়ান ডে বিশ্বকাপে দু'দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। তার আগে দাদাদের আগে ভাইদের সামনে সম্মানরক্ষার বড় চ্যালেঞ্জ। প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তান- দুই দলই ইতিমধ্যে গ্রুপ পর্বের প্রথম দু'টি ম্যাচ জিতে সেমিতে পৌঁছে গিয়েছে।