শুভব্রত মুখার্জি: তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান ভারত শুরু করতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এই অভিযান শুরু করবে তারা। সেই অভিযান শুরুর আগেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর শোনালেন অধিনায়ক রোহিত শর্মা। গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অনবদ্য পারফরম্যান্স করার পরে ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি ওপেনার যশস্বী জসওয়াল। এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হতে চলেছে তাঁর। নিশ্চিত করে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। পাশাপাশি তিনি জানিয়েছেন ওপেনার হিসেবে এতদিন খেলা শুভমন গিল প্রথম টেস্টে খেলবেন তিন নম্বরে। অর্থাৎ পূজারার জায়গায় খেলবেন।
উইন্ডসোর পার্কে প্রথম টেস্টে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে চলেছেন যশস্বী এবং রোহিত। এই সফরে ভারতীয় দলে নেই অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। ফলে তাঁর শূন্যস্থান পূরণ করতে তিন নম্বরে খেলানো হবে নবীন তারকা শুভমন গিলকে। উল্লেখ্য শেষ ডব্লুটিসি ফাইনাল ও ভারতের হয়ে ওপেন করেছিলেন শুভমন। অন্যদিকে ডব্লুটিসি ফাইনালে ভারতীয় দলের অন্যতম স্ট্যান্ডবাই ক্রিকেটার ছিলেন যশস্বী। ২১ বছরের যশস্বী জসওয়ালের পাশাপাশি এই সফরে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন আরও এক নবীন প্রতিভা রুতুরাজ গায়কোয়াড়ও। পাশাপাশি সাংবাদিক বিমল কুমারকে রোহিত শর্মা নিশ্চিত করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে ভারত দুজন স্পিনারকে নিয়েই খেলবে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে যশস্বীর অভিষেকের কথা জানার পরে তাঁর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ জানিয়ে টুইটও করেছে। প্রসঙ্গত কাউন্টি ক্রিকেটে ভালো খেলার পরে ভারতীয় দলে ডব্লুটিসি ফাইনালে সুযোগ পেয়েছিলেন পূজারা। তবে ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল না। ফলে বাদ পড়তে হয়েছে তাঁকে। অন্যদিকে দীর্ঘদিন বাদে ডব্লুটিসি ফাইনালে ভারতীয় দলে ফিরে আসেন অজিঙ্কা রাহানে । ব্যাট হাতে দুই ইনিংসে ভালো পারফরম্যান্স করেন তিনি। তার সুফল এবার পেয়েছেন তিনি। ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।