ডমিনিকায় ইতিহাস গড়লেন ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। নিজেদের ৯ দশকের টেস্ট ইতিহাসে ভারতের আর কোনও ওপেনিং জুটি যা করে দেখাতে পারেননি, রোহিতরা গড়লেন তেমনই নজির।
ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ওপেনিং জুটিতেই ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসকে টপকে যায়। ভারতের ৯১ বছরের টেস্ট ইতিহাসে এর আগে কখনও ওপেনিং জুটিতে প্রতিপক্ষ দলের প্রথম ইনিংসকে টপকানোর ঘটনা ঘটেনি। এই প্রথম দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান প্রথম ইনিংসের নিরিখে লিড এনে দেন টিম ইন্ডিয়াকে।
তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে সব থেকে বেশি রানের ওপেনিং জুটি গড়ে তোলেন রোহিত-যশস্বী। তাঁরা ভেঙে দেন বীরেন্দ্র সেহওয়াগ ও সঞ্জয় বাঙ্গারের রেকর্ড। সেহওয়াগ ও বাঙ্গার ২০০২ সালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করতে নেমে ২০১ রান যোগ করেছিলেন ভারতের ইনিংসে। রোহিত-যশস্বী ডমিনিকায় টপকে গেলেন সেহওয়াগদের। অর্থাৎ, দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ রানের গণ্ডি টপকান রোহিত-জসওয়াল।
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: শুক্রবার শুরু যশ ধুলদের এশিয়া কাপ অভিযান, ভারত-পাক ম্যাচ কবে? কোন চ্যানেলে খেলা দেখা যাবে?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্টে এটাই ভারতের সব থেকে বেশি রানের ওপেনিং জুটি। সেদিক থেকেও দুর্দান্ত রেকর্ড গড়েন রোহিত-যশস্বী। তাঁরা ভেঙে দেন ওয়াসিম জাফর ও বীরেন্দ্র সেহওয়াগের নজির। ২০০৬ সালে সেল্ট লুসিয়ায় ওপেন করতে নেমে সেহওয়াগ-জাফর ১৫৯ রান যোগ করেন দলের ইনিংসে। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে রোহিতদের নামে।
ডমিনিকায় রোহিত-যশস্বীর ওপেনিং জুটিতে ভারত ২২৯ রান সংগ্রহ করে। শেষে ব্যক্তিগত ১০৩ রানের মাথায় রোহিত শর্মা আউট হলে ওপেনিং জুটি ভাঙে ভারতের। যশস্বী অবশ্য শতরানে পৌঁছনোর পরেও নিজের ইনিংসকে টেনে নিয়ে যাওয়ার মানসিকতা দেখান।
আরও পড়ুন:- Duleep Trophy 2023 Final: পূজারার মুকুটে নতুন পালক, জাফরকে টপকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভারতের পঞ্চপাণ্ডবের দলে চেতেশ্বর
এশিয়ার বাইরে টেস্টে এটাই ভারতের সব থেকে বেশি রানের ওপেনিং জুটি। এর আগের রেকর্ড ছিল সুনীল গাভাসকর ও চেতন চৌহানের। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই ভারতীয় ওপেনার ২১৩ রান যোগ করেন দলের ইনিংসে। গাভাসকর সেই ইনিংসে ২২১ রান করেন। চেতন চৌহান ৮০ রান করে আউট হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।