স্টাম্প মাইকে কোহলির একটি মন্তব্য শোনা গিয়েছে। যেখানে তিনি উইন্ডিজ উইকেটরক্ষক জোশুয়া ডি'সিলভাকে বলছিলেন, ‘আমি ২০১২ সাল থেকে এভাবেই ২-২ রান চুরি করছি।’ তবে এই কন্ঠস্বর কি আদৌ কোহলির? এটা নিয়ে কিন্তু দ্বিধা রয়েছে।
বিরাট কোহলি।
বিরাট কোহলি তাঁর ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। অথচ আবেগ থেকে তাঁর রানের খিদে, নিজেকে প্রমাণ করার তাগিদ- সবটাই অভিষেক ম্যাচের মতোই রয়ে গিয়েছে। কোহলির ফিটনেস দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। কারণ তিনি আধুনিক যুগের সমস্ত ক্রিকেটারদের জন্যই ফিটনেসের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ভার-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে কোহলি ভালো ছন্দে রয়েছেন। সেঞ্চুরি থেকে তিনি আর মাত্র ১৩ রান দূরে। প্রথম দিনের খেলার শেষে বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০০তম ম্যাচে ইতিমধ্যে ১৬১ বলে ৮৭ রান করে ফেলেছেন। তাঁর এই ইনিংসে রয়েছে ৮টি চার। এখন দ্বিতীয় দিনে কোহলি তাঁর পরবর্তী টেস্ট সেঞ্চুরির অপেক্ষায়।
প্রথম দিনের খেলা চলাকালীন, বিরাট কোহলিকে একেবারে পুরনো মেজাজেই ব্যাট করতে দেখা গিয়েছে। এবং রান নেওয়ার সময়েও তিনি একেবারে ক্ষিপ্র গতিতে ছিলেন। এর রানের জায়গা ২ নিয়েছেন। দুইয়ের জায়গায় নিয়েছেন তিন রান। এদিকে স্টাম্প মাইকে কোহলির একটি মন্তব্য শোনা গিয়েছে। যেখানে তিনি উইন্ডিজ উইকেটরক্ষক জোশুয়া ডি'সিলভাকে বলছিলেন, ‘আমি ২০১২ সাল থেকে এভাবেই ২-২ রান চুরি করছি।’
অনেকেই এই মন্তব্যের পর কোহলিকে নিয়ে সমালোচনা করেছেন। তাঁদের দাবি, কোহলি রান নেওয়ার জন্য যে দ্রুত দৌড়তে পারেন, সেটা নিয়ে বড়াই করেছেন। অনেকে আবার দাবি করেছেন, এই কথা বিরাট বলেননি। বরং জোশুয়া বলেছেন। বিরাট হেসেছেন। এই নিয়ে তীব্র দ্বন্ধ তৈরি হয়েছে। আদৌ এই কথাগুলে বিরাট কোহলি নিজে বলেছেন, নাকি অন্য কেউ, তা নিয়ে চলছে তীব্র বিতর্ক।
সর্বোপরি কোহলির ক্যারিয়ারের বিষয়ে তাঁর চেয়ে ভালো কে জানেন! সত্যি কথা বলতে, ২০১২ সাল থেকে কোহলি যে ভাবে ফিটনেস এবং ডায়েটের দিকে নজর দিয়েছেন, তাতে তিনি নিজেকে একেবারে ভিন্ন স্তরে নিয়ে গিয়েছেন। এবং এর জন্য কোহলি পরবর্তী দশকের জন্য বিশ্ব ক্রিকেটকে শাসন করতে পেরেছেন। তবে গলার স্বর কোহলির না জোশুয়ার ছিল, সেটা নিয়ে চর্চা চলছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।