রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত বল করেন মহম্মদ সিরাজ। ১০ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন তিনি। সিরাজের এমন অনবদ্য বোলিংয়ের জন্যই দক্ষিণ আফ্রিকাকে তিনশো রানের কমে বেঁধে রাখতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।
বল হাতে সফল হলেও ম্যাচের মাঝে একবার আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়তে দেখা যায় তারকা পেসারকে। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৪৮তম ওভারে দেখা যায় এমন ঘটনা। সিরাজের বলে ব্যাট চালিয়েও কানেক্ট করতে পারেননি কেশব মহারাজ। বল চলে যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের দস্তানায়।
স্যামসন আলতো করে বল ছুঁড়ে দেন বোলার সিরাজের হাতে। বল ধরে ঘুরে পুনরায় রান-আপের দিকে যাওয়ার সময়ে সিরাজ দেখেন নন-স্ট্রাইকার প্রান্তে ডেভিড মিলার তখনও ক্রিজের অনেকটা বাইরে দাঁড়িয়ে। তাই রান-আউট করার উদ্দেশ্যেই তিনি স্টাম্প লক্ষ্য করে বল ছুঁড়ে দেন। যদিও বল স্টাম্পে লাগেনি। তা স্টাম্প এড়িয় বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়।
আরও পড়ুন:- IND vs SA 2nd ODI: ম্যাচ জিতে ধাওয়ান সবার আগে ধন্যবাদ জানালেন মহারাজকে, কেন জানেন?
আরও পড়ুন:- PAK vs UAE: দুর্দান্ত প্রত্যাবর্তন, অপ্রত্যাশিত হার থেকে জোড়া জয়ে সেমিফাইনালের দোরগোড়ায় পাকিস্তান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।