ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের রবিবারের ম্যাচটি যতটা উন্মাদনায় ভরা ছিল, ততটাই কিন্তু দুবাইয়ের মাঠে এবং মাঠের বাইরে উভয় পক্ষের তারকা খেলোয়াড়রা তাদের স্পোর্টসম্যান স্পিরিট দুরন্ত ভাবে বজার রেখেছিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে লড়াইয়ের মাঝেও ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের একে অপরের সঙ্গে আড্ডা-মজা এবং শুভেচ্ছা জানানোর বহু ছবি এবং ভিডিয়ো ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: হার্দিক দলে মানেই ১২জন প্লেয়ার থাকার সমান-কালিসের সঙ্গে তুলনা প্রাক্তন পাক কোচের
ফকর জামান থেকে শুরু করে পাকিস্তানের তারকারা হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড প্রচেষ্টাকে যেমন প্রশংসা করেছেন, তেমনই বহু প্রত্যাশিত ভারত বনাম পাকিস্তান ম্যাচটি যে ভাবে খেলা হয়েছে, যে রকম শেয়ানে শেয়ানে লড়াই হয়েছে, তাতে দু'দেশের ভক্তরাই আনন্দ পেয়েছে।
আরও পড়ুন: চাপের মাঝেই হার্দিক-রিজওয়ানের ব্রোম্যান্স, যা দেখে আলোড়ন নেটপাড়ায়- ভিডিয়ো
রবিবার শেষ ওভারের থ্রিলারে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ উইকেটের জয়ের পর বিরাট কোহলির সৌজন্যবোধ এবং তাঁর সৌহার্দ্যপূর্ণ আচরণ সকলের মন ছুঁয়ে গিয়েছে। বিসিসিআইয়ের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ম্যাচের পর প্রিয় প্লেয়ার বিরাট কোহলির সঙ্গে কথা বলছেন পাকিস্তানের বোলার হরিশ রাউফ। তাঁর থেকে পরামর্শ নেওয়ার পর আবার কোহলির থেকে অটোগ্রাফও নিয়েছেন রাউফ। নিজের জাতীয় দলের ১৮ নম্বর জার্সিতে সই করে উপহার নেন কোহলি। এর পর ভারতের ব্যাটিং তারকাকে ধন্যবাদ জানাতে দেখা যায় পাকিস্তানি পেসারকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।