ভারত-ইংল্যান্ডের চলতি এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্টুয়ার্ট ব্রড এবং আম্পায়ার রিচার্ড কেটলবরোর মধ্যে কিছু উত্তপ্ত বাক্যবিনিময়!
সেই সময়ে ব্যাট করছিলেন ব্রড ও স্যাম বিলিংস। আম্পায়ারের কোনও একটি সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রড কিছু বলতে গিয়েছিলেন। জবাবে আম্পায়ার তাঁকে জোর ধমকে দেন। তিনি ব্রডকে পরিষ্কার বলে দেন, ‘আমাকে আম্পায়ারিং করতে দাও, আর তুমি তোমার ব্যাটিং করো। ঠিক আছে? না হলে তুমি আবার বড় সমস্যায় পড়বে।’
আরও পড়ুন: ‘আধ ঘণ্টা ধরে ওর পাগলামি চলেছে’, বুমরাহের সিদ্ধান্তে বিরক্ত পিটারসেন
কিন্তু এর পরেও ব্রড চুপ করেননি। তিনি বিড়বিড় করে কিছু বলতে থাকেন। তাঁকে পাল্টা আম্পায়ার বলেন, ‘ব্রডি! ব্রডি! চুপ করে ব্যাট করতে যাও।’ আম্পায়ারের কথা পুরোটাই শোনা যায় স্টাম্প মাইকে। তবে ব্রড কী বলেছেন সেটা শোনা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।