একেবারে ছন্দে নেই বিরাট কোহলি। সেজন্যই কি বোলারদের কাজ কিছুটা সোজা হয়ে যাচ্ছে? সাংবাদিক বৈঠকে এমনই প্রশ্নের সপাটে জবাব দিলেন ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন। যিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ঋষভ পন্তকে আউট করেছেন।
শনিবার এজবাস্টনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক গ্লেসনকে প্রশ্ন করেন, ছন্দে না থাকায় কি বিরাটের উইকেট নেওয়ার কাজটা কিছুটা সোজা হয়ে গিয়েছে? সেই প্রশ্নের জবাবে গ্লিসন বলেন, ‘আমি নিজে কী করছি, শুধুমাত্র সেটার উপর ফোকাস করছিলাম (মাঠে বোলিংয়ের সময়)। ও কী করছে, ও কী ছন্দে আছে, সেটা ভাবিনি। ও অবশ্যই বিশ্বমানের খেলোয়াড়। ওর পরিসংখ্যান দুর্দান্ত। আমাদের নিজস্ব পরিকল্পনা ছিল। সেটাই কার্যকর করার চেষ্টা করেছি। আর কিছু নয়।’
কীভাবে বিরাটকে আউট করলেন গ্লিসন?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।