বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঋষভ পন্তকে কতটা মিস করছে ভারত? টিম ইন্ডিয়ার যা পরিস্থিতি, তাতে পন্তকে মিস করাটাই স্বাভাবিক। তাঁর পরিবর্তে খেলা শ্রীকর ভরত ১৫ বল খেলে মাত্র ৫ রান করে আউট হয়েছেন। পন্ত থাকলে হয়তো কিছুটা হাল ধরতে পারতেন।
ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টপ-অর্ডার একেবারেই আত্মসমর্পণ করে। পন্তের উপস্থিতি নিঃসন্দেহে ভারতের বড় ভরসার জায়গা হতে পারত। তাঁর কাউন্টার অ্যাটাকই ছিল ভারতের অস্ত্র। ভরত কিপিং ভালো করলেও, ব্যাট হাতে মোটেও ততটা দক্ষ নন। পন্ত টেস্টে ভারতের জন্য একেবারে অসাধারণ পারফরম্যান্স করেছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতে তাঁর সেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুন: টেকনিক থেকে খাদ্যাভাস, সব নিয়ে ধেয়ে আসছে সমালোচনা, ইনস্টায় গর্জে উঠলেন কোহলি
বর্তমানে পন্ত ২২ গজের বাইরে। তিনি এখন দিল্লিতে নিজের বাড়িতে ফিরে এসেছেন। ২০২২ সালের ডিসেম্বরে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়েছিলেন পন্ত। সেখান থেকে তিনি ধীরে ধীরে সেরে ওঠার পথে। এখনও ক্রিকেট মাঠে ফিরতে দেরী রয়েছে তাঁর। বর্তমানে তিনি রিহ্যাবে রয়েছেন। এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিতব হোম ওয়ানডে বিশ্বকাপ খেলার তাঁর ইচ্ছে রয়েছে। তবে কতটা তিনি ততদিনে সুস্থ হতে পারবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে।
আরও পড়ুন: টেকনিক থেকে খাদ্যাভাস, সব নিয়ে ধেয়ে আসছে সমালোচনা, ইনস্টায় গর্জে উঠলেন কোহলি
এ দিকে সুদূর লন্ডনে ভারতের খেলা দেখার পর পন্ত তার ইনস্টাগ্রাম স্টোরিতে টিম ইন্ডিয়ার জন্য একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন। তিনি ভারতের ব্যাটিংয়ের সময়কার ছবি দিয়েছেন, যখনে ভারতের ২ উইকেট পড়ে গিয়েছিল। সেই ছবির সঙ্গে ক্যাপশনে তিনি ২টি ইমোজি দিয়েছেন। একটি আঙুল ক্রসের ইমোজি এবং অন্যটি লাল হার্ট সাইনের। ভারতীয় দলের সঙ্গে না থেকেও যে তিনি তাদের পাশে আছেন, সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন পন্ত।
পন্ত মাত্র ৩৩টি টেস্টে ৪৩.৬৭ ব্যাটিং গড়ে ২২৭১ রান করেছেন। বেশ কয়েক বার কঠিন পরিস্থিতিতে আবির্ভূত হয়েছেন দলের রক্ষাকর্তা হয়ে। তাঁর ভয়ডরহীন ব্যাটিং নজর কেড়েছে বিশেষজ্ঞদেরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পন্তের পারফরম্যান্স বরাবরই ভালো। অজিদের বিপক্ষে ৭টেস্টের ১২ ইনিংসে তিনি করেছেন ৬২৪ রান। ব্যাটিং গড় ৬২.৪০। এর মধ্যে রয়েছে সিডনিতে অনবদ্য ১৫৯ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পন্তের টেস্ট স্ট্রাইক রেটও (৭২.৪১) বেশ চমকপ্রদ। ঋষভের অভিষেকের পর থেকে ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী।
আর ইংল্যান্ডের ওভালে পন্তের সাফল্যের হার চমকপ্রদ। ২০১৫ থেকে ৯টি টেস্ট খেলে ইংল্যান্ডে তিনি করেছেন ৫৫৬ রান। রয়েছে দু'টি শতরান এবং দু'টি অর্ধশতরান। স্ট্রাইক রেট ৬৭-র আশেপাশে। গত বারের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দ্বিতীয় ইনিংসে একটা সময় অবধি ভারতকে ম্যাচে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে দেখা গিয়েছিল পন্তকে। ২০২০ সালের পর থেকে একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে ১৫০০ বা তার বেশী টেস্ট রানের মালিক তিনি। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ১২ ম্যাচে তিনি ৪৩.৪০ গড়ে করেছেন ৮৬৮ রান। সঙ্গে রয়েছে দু'টি শতরান এবং ৫টি অর্ধশতরানের ইনিংস। একই সাথে ৪৪টি ক্যাচ ধরেছেন পন্ত, স্টাম্পিং করেছেন ৬টি। স্বাভাবিক ভাবেই পন্তের না থাকাটা ভারতের জন্য বড় ক্ষতি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।