বাংলা নিউজ > ময়দান > IND vs AUS Delhi Test: রাগে গজরাচ্ছেন রোহিত, কোহলি-জাদেজার চোখ ছানাবড়া, খোয়াজার আউট নিয়েই যত কাণ্ড- ভিডিয়ো
পরবর্তী খবর
IND vs AUS Delhi Test: রাগে গজরাচ্ছেন রোহিত, কোহলি-জাদেজার চোখ ছানাবড়া, খোয়াজার আউট নিয়েই যত কাণ্ড- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2023, 05:02 PM ISTTania Roy
২৪তম ওভারের প্রথম বলেই উসমান খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-এর জোরালো আবেদন করেন জাদেজা। আউটও দিয়ে দেন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ। কিন্তু ডিআরএস নেন খোয়াজা। এবং প্রাণেও বেঁচে যান তিনি। বিষয়টি একেবারেই হজম হয়নি রোহিতদের।
খোয়াজাকে আউট না দেওয়ায় হতবাক হন রোহিত-কোহলি-জাদেজারা।
৪৮ রানে আউট হতে পারতেন উসমান খোয়াজা। কিন্তু তিনি শেষ পর্যন্ত আউট হন ৮১ রানে গিয়ে। একটুর জন্য প্রথম বার প্রাণে বাঁচেন খোয়াজা। আর তাতেই মুষড়ে পড়ে ভারতীয় শিবির। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাজের হতাশার সেই অভিব্যক্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
২৩তম ওভারের চতুর্থ বল। মার্নাস ল্যাবুশেনকে এলবিডব্লিউ করেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ফিল্ড আম্পায়ার ডান-হাতি ব্যাটসম্যানের পক্ষে রায় দেন। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মাকে চাপ দিয়েই রিভিউ নেন আত্মবিশ্বাসী অশ্বিন। রিপ্লেতে দেখা যায় যে, বল লাইনে পিচ করছে এবং স্টাম্পে আঘাত করছে। ডিআরএস নেওয়ার জন্য অশ্বিন যে অধিনায়ককে চাপ দিয়েছিলেন, সেটা একেবারে সঠিক কাজ ছিল, প্রমাণ হয়ে যায়। ১৮ করে সাজঘরে ফেরেন ল্যাবুশেন।
এই ওভারের শেষ বলে স্টিভ স্মিথকে সাজঘরে ফেরান অশ্বিন। ২ বল খেললেও রানের খাত খুলতে পারেননি স্মিথ। কেএস ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এক ওভারে জোড়া উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়েছিল অস্ট্রেলিয়া।
এর ঠিক পরের ওভারেই অর্থাৎ ২৪তম ওভারের প্রথম বলেই উসমান খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-এর জোরালো আবেদন করেন জাদেজা। আউটও দিয়ে দেন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ। কিন্তু ডিআরএস নেন খোয়াজা। এবং প্রাণেও বেঁচে যান তিনি। রিভিউ-তে দেখা গিয়েছে, বল উইকেট ছেড়ে বের হয়ে যাচ্ছিল। এই উইকেটটা পড়ে গেলে কিন্তু অজিরা চাপে পড়ে যেত। সেই সময়ে ৪৮ রানে ব্যাট করছিলেন খোয়াজা।
তবে খোয়াজা আউট না হওয়ার পরের মুহুর্তটি দেখার মতো ছিল। জাদেজা, রোহিত এবং কোহলিরা সবাই হতাশ হয়ে পড়েন। কারণ তারা আর একটি উইকেটের প্রত্যাশা করেছিলেন। কারণ এ দিনের জন্য খোয়াজা বড় উইকেট ছিল। তাই হৃদয় ভাঙে রোহিতদের। আর সেই ভিডিয়োই নেটপাড়ায় এখন ভাইরাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।