অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির ব্যর্থতার ধারা অব্যাহত। এমনিতেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য যে পিছগুলি তৈরি করা হয়েছে, তাতে ভারত বা অস্ট্রেলিয়া- দুই দলের প্লেয়াররাই যথেষ্ট বিপাকে পড়ছে। কোহলিও তাঁর ব্যতিক্রম নন।
তবে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে দৃঢ় ভাবেই খেলছিলেন কোহলি। কিন্তু ৪৪ রানের মাথায় তিনি এলবিডব্লিউ হন। যে আউট নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসেও তাঁর আউট নিয়ে অন্য প্রশ্ন উঠেছে। এ বারও তিনি এলবিডব্লিউ হন। তবে ভুল শট নির্বাচন করার জন্য। যার ফলে ইন্দোরের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩ রান করে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। আর সেই সময়ে নিজেও বিরক্তি লুকিয়ে রাখতে পারেননি বিরাট। আউট হওয়ার পরে নিজের শট নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে বেশ অসন্তুষ্ট দেখাচ্ছিল। এমন কী তিনি আউট হওয়ার পর রিভিউও নেননি। কারণ তিনি নিজেও জানতেন, তিনি ভুলটা করে বসেছেন। ১৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি।
আরও পড়ুন: বাবার মৃত্যু-শোক বুকে চেপে ঘরের মাঠে ১০০ উইকেট দখলের দিন কপিলকে টপকে গেলেন উমেশ
কোহলি আউট হওয়ার সময় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর ক্ষোভ উগরে দেন কোহলির উপর। ধারাভাষ্য দিচ্ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন দীনেশ কার্তিকও। সেই সময়ে শাস্ত্রী বলেই ফেলেন, ‘খুব খারাপ শট নির্বাচন। বল খুব বেশি বাউন্স করছিল না, ভালো বিকল্প হত যদি ও স্ট্রেট ব্যাট দিয়ে মিড-অনে টার্গেট করত।’
গাভাসকর আবার বলেন, ‘বটম হ্যান্ড প্রয়োগ করে কোহলি খুব ভালো বল পাঞ্চ করতে পারে। এ ক্ষেত্রে আরও একটু স্কোয়ারে খেলতে চেয়েছিলেন, তবে এটি পুরোপুরি মিস করে গেছে।’
কার্তিক বলেন, ‘এটাও ঠিক কোহলি কিন্তু ডিআরএস নেয়নি। সোজা হাঁটা লাগালো। ও নিজেও বুঝেছিল।’ রবি শাস্ত্রী যোগ করেন, ‘এটা আম্পায়ারের সিদ্ধান্তই থাকত। সাধারণত একজন আম্পায়ার এ রকম শট খেলার সময়েই আউট দেন।’
আরও পড়ুন: রোহিতদের প্রতিপক্ষ ১৪১ বছরের ইতিহাস, এত কম রান কোনও দল ডিফেন্ড করতে পারেনি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।