By Moinak Mitra
Published 2 May, 2025
Hindustan Times
Bangla
ভারতীয় ক্রিকেটে বয়সে কারচুপির অভিযোগ উঠেছে কোন কোন ক্রিকেটারের বিরুদ্ধে?
বৈভব সূর্যবংশী সম্প্রতি শতরান করতেই তাঁর নাম টেনে আনা হয়েছে
নীতিশ রানা বর্তমানে রাজস্থান রয়্যালসে খেলছেন, তাঁকে ২০১৫ সালে নির্বাসিত করা হয়েছিল বয়সে কারচুপির জন্যে
RCB-র বোলার রাসিক সালামকে ২০১৯ সালে মুম্বইতে সই করানো হয়, এরপর তাঁর বয়সে কারচুপি ধরা পড়ায় তাঁকে নির্বাসিত করা হয়
LSGর পেসার প্রিন্স যাদবও নিজের বয়স লুকিয়েছিলেন, তাই ২ বছরের জন্য তিনি নির্বাসিত হন
২০২০ সালে উত্তরপ্রদেশের পেসার শিবম মাভির বিরুদ্ধেও বয়স কমিয়ে খেলার অভিযোগ উঠেছিল, যদিও তাঁকে শাস্তি দেওয়া হয়নি
বৈভব সূর্যবংশী ২৭ মার্চ ২০১১ সালে জন্মেছেন, এখন তাঁর বয়স মাত্র ১৪ বছর
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন